এক্সপ্লোর
Advertisement
LIVE: উপনির্বাচনে জোর ধাক্কা বিজেপির, কৈরানায় জয়ের পথে আরএলডি প্রার্থী, নূরপুরেও জয়ী জোট প্রার্থী
নয়াদিল্লি:#ঝাড়খণ্ডে সিল্লি ও গোমিয়া দুটি আসনেই জয়ী জেএমএম।
#পঞ্জাবের শাহকোট বিধানসভা আসনে অকালি প্রার্থীকে ৩৮,৮০১ ভোটে হারিয়ে জয়ী হলেন কংগ্রেস প্রার্থী হরদেব সিংহ। অকালি দেল কাছ থেকে আসনটি ছিনিয়ে নিল রাজ্যের শাসক দল।
# কেরলে চেঙ্গানুর বিধানসভা আসনের উপনির্বাচনে জিতলেন ক্ষমতাসীন সিপিএম নেতৃত্বাধীন এলডিএফ প্রার্থী। ২০,৯৫৬ ভোটের ব্যবধানে জিতেছেন তিনি।
#12.40 AM উত্তরপ্রদেশের নুরপূর বিধানসভা আসন বিজেপির হাত থেকে ছিনিয়ে নিল বিরোধী জোটের সমাজবাদী প্রার্থী।
গত বছরই রাজ্যে যোগী-ঝড়ে নূরপুর বিধানসভায় বিজেপি পেয়েছিল ৫৭ শতাংশের বেশি ভোট।
#12.39 AM বিহারের জোকিহাটের উপনির্বাচনে জোর ধাক্কা খেল মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল জেডিইউ। ৪১ হাজার ২২৪ ভোটের ব্যবধানে জেডিইউ প্রার্থীকে হারিয়েছেন আরজেডি প্রার্থী। এই আসনটি জেডিইউ-র দখলে ছিল।
# 12.20 AM নাগাল্যান্ডে লোকসভা আসনের উপনির্বাচনে ফের এগিয়ে রাজ্যের শাসক পিপলস ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (পিডিএ) প্রার্থী
# 11.41 am জোকিহাটে প্রায় ৩০ হাজার ভোটে ক্ষমতাসীন নীতীশ কুমারের দল জেডিইউ প্রার্থীর চেয়ে এগিয়ে লালুপ্রসাদের দল আরজেডি প্রার্থী। এই আসনটি দখলে ছিল নীতীশের দলের। এবার সম্ভবত তা তাদের হাতছাড়া হতে চলেছে।
#কৈরানায় প্রায় ৭৫ হাজার ভোটে এগিয়ে আরএলডি প্রার্থী তবসুম হাসান।
২০১৪-য় কৈরানা লোকসভা কেন্দ্রে ৫০ শতাংশেরও বেশি ভোট পেয়ে জিতেছিলেন বিজেপি প্রার্থী হুকুম সিংহ। তাঁর মৃত্যুতেই এখানে উপনির্বাচন হচ্ছে।
#উত্তরাখণ্ডের থারালি বিধানসভা কেন্দ্রে এগিয়ে বিজেপি।
#নাগাল্যান্ডে লোকসভা আসনের উপনির্বাচনে কংগ্রেস সমর্থিত এনপিএফ প্রার্থী এগিয়ে গেলেন ১১ হাজার ভোটে।
#11.19 AM মেঘালয়ের অংপতি বিধানসভা আসনে জয়ী কংগ্রেস
নূরপুর আসনে সাড়ে চার হাজার ভোটে এগিয়ে সমাদবাদী পার্টি প্রার্থী।
# 11.07 AM বিহারের জোকিহাটে আসনে প্রচুর ভোটে ১৬ হাজার ভোটে পিছিয়ে রাজ্যের শাসক দল জেডিইউ।
#11.03 AM নাগাল্যান্ডে লোকসভা আসনের উপনির্বাচনে এগিয়ে রাজ্যের শাসক পিপলস ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (পিডিএ) প্রার্থী তোখিহো ইয়েপথোমি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এনপিএফ প্রার্থীর তুলনায় ২০ হাজার ভোটে এগিয়ে।
# 1052 AM ঝাড়খণ্ডের গোমিয়া আসনে পঞ্চম রাউন্ড গণনার শেষে নিকটতম প্রতিদ্বন্দ্বী জেএমএম প্রার্থী ববিতা দেবীর তুলনায় ২৬০০ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী মাধবলাল সিংহ।
সিল্লি আসনে জেএমএম প্রার্থী সীমা মাহাতো তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এজেএসইউ সভাপতি সুদেশ মাহাতোর থেকে ৩৯০০ ভোটে এগিয়ে।
# 10.42 AM কৈরানায় ৫৫ হাজার ভোটে এগিয়ে আরএলডি
#10.27 AM বিহারের জোকিহাটে জেডিইউ প্রার্থীর থেকে তিন হাজারের বেশি ভোটে এগিয়ে আরজেডি।
#10.23 AM মেঘালয়ের অংপতি বিধানসভা আসনের নির্বাচনে দ্বিতীয় রাউন্ড গণনার শেষে এগিয়ে কংগ্রেস প্রার্থী মিয়ানি ডি শিরা। কংগ্রেস প্রার্থী পেয়েছেন ৫২৮২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এনপিপি-র সি জি গোমিন পেয়েছেন ৪৮৫৪ ভোট।
পালঘরে পঞ্চম রাউন্ড গণনার শেষে বিজেপি প্রার্থী তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবসেনা প্রার্থীর থেকে ১০ হাজার ভোটে এগিয়ে।
পঞ্জাবের শাহকোটে কংগ্রেস এগিয়ে ১৬ হাজার ভোটে।
#10.03 AM কৈরানায় ৩২ হাজার ভোটে এগিয়ে আরএলডি
# 9.50 AM কৈরানাতে ব্যবধান বাড়িয়ে বিজেপির তুলনায় ২৫ হাজার ভোটে এগিয়ে আরএলডি প্রার্থী।
#9.47 AM মহারাষ্ট্রের ভান্ডারা-গোন্ডিয়া লোকসভা আসনে এগিয়ে এনসিপি
#9.34 পালঘরে চতুর্থ রাউন্ড গণনার শেষে সাড়ে চার হাজার ভোটে এগিয়ে বিজেপি
#9.32 AM কর্নাটকের আরআর নগর আসনে কংগ্রেস ১৩ হাজারের বেশি ভোটে এগিয়ে।
#9.29 AM উত্তর প্রদেশের কৈরানায় ৯০০০ ভোটে এগিয়ে আরএলডি
#9.15 AM উত্তর প্রদেশের কৈরানায় ৩০০০ ভোটে এগিয়ে আরএলডি।
#9.13AM পালঘরে এগিয়ে বিজেপি। ১১,২৩৬ ভোটে এগিয়ে বিজেপি।
#9.13AM কেরলের চেঙ্গানুরে এগিয়ে গেল সিপিএম।
#মহারাষ্ট্রের ভান্ডারা-গোন্ডিয়া লোকসভা আসনে এগিয়ে বিজেপি
#8.52 AM ঝাড়খণ্ডের সিল্লি বিধানসভা আসনে এগিয়ে বিজেপি
# 8.49AM পঞ্জাবের শাহকোটে এগিয়ে কংগ্রেস।
# 8.49 AM উত্তর প্রদেশের নূরপুর বিধানসভা আসনে এগিয়ে সমাজবাদী পার্টি
# 8.49AM মহারাষ্ট্রের পালঘর লোকসভা আসনে এগিয়ে শিবসেনা
#8.39AM বিহারের জোকিহাটে জেডিইউ প্রার্থীকে পিছনে ফেলে এগিয়ে আরজেডি।
#8.39AM উত্তর প্রদেশের নূরপুর বিধানসভা আসনে এগিয়ে সমাজবাদী পার্টি।
# উত্তর প্রদেশের কৈরানায় এগিয়ে আরএলডি।
# কর্নাটকের আরআর নগর আসনে এগিয়ে কংগ্রেস।
# কেরলের চেঙ্গানুরে এগিয়ে কংগ্রেস।
# উত্তর প্রদেশের নূরপুরে প্রথম রাউন্ডের শেষে এগিয়ে বিজেপি।
দেশের ৪টি লোকসভা ও ১০টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের আজ ফল প্রকাশ। এগুলির মধ্যে রয়েছে এ রাজ্যের মহেশতলা বিধানসভা কেন্দ্র। লোকসভা আসনগুলি হল উত্তর প্রদেশের কৈরানা, মহারাষ্ট্রের ভাণ্ডারা-গোন্ডিয়া ও পালঘর। রয়েছে নাগাল্যান্ডের একমাত্র আসনটিও।
বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে যেগুলিতে উপনির্বাচন হয়েছে সেগুলির মধ্যে রয়েছে কর্নাটকের রাজরাজেশ্বরী নগর আসন। এছাড়া আছে উত্তর প্রদেশের নূরপুর, বিহারের জোকিহাট, ঝাড়খণ্ডের গোমিয়া ও সিল্লী, কেরলের চেঙ্গানুর, মেঘালয়ের অংপতি, পঞ্জাবের শাহকোট ও উত্তরাখণ্ডের থরালি কেন্দ্র। সকাল ৮টা থেকে গণনা শুরু হয়েছে।
কৈরানায় বিজেপির লড়াই সংঘবদ্ধ বিরোধী জোটের সঙ্গে। পালঘরে আবার মুখোমুখি বিজেপি-শিবসেনা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement