এক্সপ্লোর
Advertisement
ইনদওর-পটনা এক্সপ্রেস দুর্ঘটনা: বাতিল ৪ টি ট্রেন, পথ পরিবর্তন ১৪ টির, অসুস্থ যাত্রীদের জন্য বিশেষ ট্রেন
এলাহাবাদ: কানপুরে ইনদওর-পটনা এক্সপ্রেসের দুর্ঘটনার জেরে ৪ টি ট্রেন বাতিল করেছে ভারতীয় রেল। গতিপথ পরিবর্তন হয়েছে ১৪ টি ট্রেনের। অসুস্থ যাত্রীদের কানপুর থেকে পটনা পৌঁছে দিতে বিশেষ ট্রেনের ব্যবস্থা, ঘোষণা রেলমন্ত্রী সুরেশ প্রভুর।
প্রভু জানিয়েছেন, আহতদের দ্রুত পটনা পৌঁছে দিতে এই বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। যাত্রীদের ৪০০০ খাবারের প্যাকেট, ২০০০ জলের বোতল, ১৫০০ কাপ চা বিনামূল্যে সরবরাহ করবে রেল। হাসপাতালেও আহতদের সঙ্গে দেখা করতে যান প্রভু।
নর্থ সেন্ট্রাল রেলওয়ে ডিভিশন সূত্রে খবর, বাতিল হয়েছে ঝাঁসি-লখনউ ইন্টারসিটি (১১১১০, ১১১০৯), ঝাঁসি-কানপুর প্যাসেঞ্জার (৫১৮০৪, ৫১৮০৩)-এই চারটি ট্রেন।
অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে ১৪ টি ট্রেন। সেগুলি হল-
• কলকাতা-ঝাঁসি (১১১০৫),
• লখনউ- লোকমান্য তিলক টার্মিনাস (১২১০৮),
• বারাণসী-আমদাবাদ সবরমতী এক্সপ্রেস (১৯১৬৮),
• গোরক্ষপুর-লোকমান্য তিলক টার্মিনাস কুশিনগর এক্সপ্রেস (১১০১৫, ১১০১৬),
• ছত্রপতি শিবাজি টার্মিনাস-লখনউ পুষ্পক এক্সপ্রেস (১২৫৩৪),
• গ্বলিয়র-বারাউনি মেল (১১১২৪,১১১২৩),
• গোরক্ষপুর-যশবন্তপুর এক্সপ্রেস(১৫০১৫),
• লখনউ- লোকমান্য তিলক টার্মিনাস এক্সপ্রেস(১২১০৮),
• লোকমান্য তিলক টার্মিনাস-গোরক্ষপুর এক্সপ্রেস (১২৫৪২),
• ভোপাল-লখনউ এক্সপ্রেস (১২৫৯৪),
• লোকমান্য তিলক টার্মিনাস- প্রতাপগড় এক্সপ্রেস (১২১৭৩),
• লোকমান্য তিলক টার্মিনাস- সুলতানপুর এক্সপ্রেস (১২১৪৩)
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ক্রিকেট
Advertisement