এক্সপ্লোর
Advertisement
মগজ যেন সুপার কম্পিউটার! পাঁচ বছরের মেয়ে ভর্তি নবম শ্রেণীতে
লখনউ: একটি সাধারণ পরিবারের কন্যা সন্তান অনন্যা। বয়স এখনও পাঁচের কোটা পেরোয়নি। সাধারণ অথচ ‘আশ্চর্য’ পরিবারের অনন্যাকে স্কুল কর্তৃপক্ষ নবম শ্রেণীতে ভর্তি করল। অনন্যার বয়স চার বছর আট মাসের কিছু বেশি। এই বয়সেই নবম শ্রেণীতে ভর্তি হওয়া মানে আর দু বছরেরও কম সময়ের মধ্যে সে উত্তরপ্রদেশের বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় বসতে পারে। এমনটা হলে সবচেয়ে কম বয়সের মাধ্যমিক পরীক্ষার্থী হিসেবে লিমকা বুক অব রেকর্ডস- নাম উঠবে অনন্যার।
আর বর্তমানে এই রেকর্ড দখলে রয়েছে অনন্যার দিদি সুষমা বর্মার দখলে। ২০০৭-এ মাত্র সাত বছরে মাধ্যমিক পরীক্ষা দিয়ে সে এই কৃতিত্ব অর্জন করেছে।
অনন্যার ভর্তির পর শিক্ষা আধিকারিক উমেশ ত্রিপাঠী বলেছেন, ওর মধ্যে প্রচুর প্রতিভা। ওকে নবম শ্রেণীর কমে অন্য কোনও শ্রেণীতে ভর্তি করা যায় না। ও খুব ভালো হিন্দি বলতে পারে আর নবম শ্রেণীর বই এতে সহজভাবে পড়ে ফেলে যে অবাক হয়ে যেতে হয়।
অনন্যাদের পরিবারের খ্যাতির এখানেই শেষ নয়। অনন্যার দাদা শৈলেন্দ্রও মাত্র ১৪ বছর বয়সে বিসিএ-র পড়াশোনা শেষ করেছে। সুষমাও ১৫ বছর বয়সে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পিএইচডি-র ছাত্রী। মাত্র ১৩ বছরে সে বিএসসি পাস করেছিল। দেশের সবচেয়ে কনিষ্ঠ স্নাতক হয়েছিল সে।
অনন্যার জন্ম ২০১১-র ১ ডিসেম্বর। তার বাবা তেজ বাহাদুর বাবাসাহেব ভীমরাও আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের সাফাই বিভাগের অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার। অনন্যার মা কিন্তু পড়াশোনা জানেন না।
তেজ বাহাদুর জানিয়েছেন, অনন্যা মাত্র ১ বছর বয়স থেকেই রামায়ণ ও সুন্দরাকাণ্ড পড়তে পারত।
অনন্যা নবম শ্রেণীতে ভর্তি হওযায় খুশি সুষমা। তেজ বাহাদুরের আশা, দিদি ও দাদাকেও পিছনে ফেলে দেবে অনন্যা। তিনি বলেছেন, কিছুদিন আগে অনন্যাকে নিয়ে যাওয়ার পথে সেন্ট মিরাজ কলেজের এক অধ্যাপতকের সঙ্গে সাক্ষাত্ হয়। অধ্যাপকের সঙ্গে কিছু বই ছিল। সেগুলির মধ্যে একটি বই অনন্যা পড়তে শুরু করায় আশ্চর্য হয়ে যান অধ্যাপক।তিনি অনন্যাকে স্কুলে ভর্তির পরামর্শ দেন।
স্কুলে পরীক্ষা দিয়ে এবং শিক্ষা বিভাগের অনুমতিক্রমে অনন্যা নবম শ্রেণীতে ভর্তি হয়েছে। এখন তো সে স্কুলের ‘আশ্চর্য মেয়ে’।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement