এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
অসুস্থ কানহাইয়া, অনশন তুলে নিলেন জেএনইউ-র ৫ পড়ুয়া
নয়াদিল্লি: অসুস্থ কানহাইয়া। অনশন তুলে নিলেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পাঁচ পড়ুয়া।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 'দেশবিরোধী' স্লোগান দেওয়ার অভিযোগে জেএনইউ-র ছাত্র সংসদের সভাপতি কানহাইয়া কুমার, উমর খালিদ ও অনির্বাণ ভট্টাচার্যের শাস্তি ঘোষণা করে কর্তৃপক্ষ। বহিষ্কার করা হয় উমর ও অনির্বাণকে। ১০ হাজার টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয় কানহাইয়াকে। এই শাস্তির প্রতিবাদে গত বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছিলেন ওই বিশ্ববিদ্যালয়ের ২৫ জন পড়ুয়া। কিন্তু হঠাতই কানহাইয়া অসুস্থ হয়ে পড়ায় ৮ দিনের মাথায় অনশন তুলে নিলেন ৫ পড়ুরা। অর্ধচৈতন্য অবস্থায় বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে কানহাইয়াকে।
স্বাস্থ্যকেন্দ্রের টেস্ট রিপোর্টে জানা গেছে, কানহাইয়ার ব্লাড প্রেসার অনেকটা কমে গেছে। ৫৬-এ নেমে এসেছে। শরীরও খুব দুর্বল। ৪-৫ কিলো ওজন কমে গেছে। নেমে গেছে গ্লুকোজের স্তরও। চিকিতসক জানিয়েছেন, কানহাইয়া যদি এরপরও অনশন চালিয়ে যান, তাহলে তাঁর শরীরের ভিতর রক্তক্ষরণ হতে পারে।
ছাত্রসংসদের তরফে জানানো হয়েছে, খাবার খেতে চাননি কানহাইয়া। তাঁকে স্যালাইন দেওয়া হয়েছে। তাঁর শারীরিক অবস্থারও বেশ অবনতি হচ্ছে। এহেন অবস্থাতেও কর্তৃপক্ষের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে চান তাঁরা।
আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের জন্য পড়ুয়াদের কাছে আর্জি জানিয়েছেন জেএনইউর উপাচার্য জগদীশ কুমার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement