এক্সপ্লোর
Advertisement
পাঁচ রাজ্যে ভোট, শুরু ৪ ফেব্রুয়ারি, চলবে ৮ মার্চ, ফল ঘোষণা ১১ মার্চ
নয়াদিল্লি: বুধবার নির্বাচন কমিশন পাঁচ রাজ্যে ভোটের নির্ঘন্ট ঘোষণা করল। উত্তরপ্রদেশ, পঞ্জাব, উত্তরাখণ্ড, মণিপুর এবং গোয়া এই পাঁচ রাজ্যে ভোট রয়েছে। নির্বাচনী যোগ্য শুরু ৪ ফেব্রুয়ারি, চলবে আগামী ৮ মার্চ পর্যন্ত। নির্বাচনের ফল ঘোষণা ১১ মার্চ, জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক নাসিম জাইদি।
উত্তরপ্রদেশে সাত দফায় নির্বাচন হবে। প্রথম দফা হবে আগামী ১১ ফেব্রুয়ারি। তারপর দ্বিতীয় দফা হবে ১৫ ফেব্রুয়ারি। সেদিন ৬৭টি নির্বাচনীকেন্দ্রে ভোট রয়েছে। এরপর তৃতীয় দফা হবে ১৯ ফেব্রুয়ারি, চতুর্থ দফা হবে ২৩ ফেব্রুয়ারি, পঞ্চম দফা ২৭ ফেব্রুয়ারি, ষষ্ঠ দফা ৪ মার্চ এবং সপ্তম ও শেষ দফার নির্বাচন হবে ৮ মার্চ।
গোয়া এবং পঞ্জাবে ভোট রয়েছে ৪ ফেব্রুয়ারি। এদিকে উত্তরাখণ্ডে নির্বাচন রয়েছে ১৫ ফেব্রুয়ারি। মণিপুরে দু দফায় নির্বাচন হবে। প্রথম দফা রয়েছে ৪ মার্চ এবং শেষ দফা রয়েছে ৮ মার্চ।
এই সমস্ত রাজ্যের নির্বাচনী ফল ঘোষণা আগামী ১১ মার্চ। মুখ্য নির্বাচনী আধিকারিক নাসিম জাইদি জানিয়েছেন, পাঁচ রাজ্যে মোট ১৬ কোটি জনসাধারণ তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। মোট ৬৯০টি আসনের প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে, এরমধ্যে ২৩টি তফসিলি জাতি ও উপজাতিদের জন্য সংরক্ষিত। যে পাঁচ রাজ্যে নির্বাচন রয়েছে, সেখানকার জন্যে নির্বাচনী আচরণ বিধিও ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মোট ১.৮৫ লক্ষ কেন্দ্রে ভোটগ্রহণ হবে।
এমনকি গোপনীয়তা বাড়ানোর জন্যে ভোটিং কম্পার্টমেন্টগুলোর উচ্চতা তিরিশ ফুট পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়া মহিলাদের অধিকার প্রতিষ্ঠা করবার জন্যে বহু নির্বাচনী কেন্দ্র নিয়ন্ত্রণের সম্পূর্ণ দায়িত্ব থাকবে মহিলাদের ওপর।
প্রত্যেক নির্বাচনী কেন্দ্রের বাইরে চারটি করে পোস্টার রাখা থাকবে। সেখানে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিধি নিষেধ বিস্তারিত ভাবে লেখা থাকবে। পাঁচ রাজ্যে নিরাপত্তা পরিস্থিতিও খুব ভাল ভাবে খতিয়ে দেখছে কমিশন।
নির্বিঘ্নে নির্বাচন সারতে সাড়ে সাতশো কোম্পানি আধাসামরিক বাহিনী মোতায়েন করা হবে। এছাড়া বিভিন্ন রাজ্য থেকে ১০০ কোম্পানি রাজ্য পুলিশের বাহিনী মোতায়েন করা হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement