এক্সপ্লোর
অরুণাচলে মহিলার জরায়ু থেকে বার হল ৫০টি টিউমার

ইটানগর: পিরিয়ডের সময় পেটে অসহ্য ব্যথা। বছরের পর বছর ধরে যন্ত্রণা সহ্য করতে করতে অতিষ্ঠ তরুণী যে চিকিৎসককেই দেখিয়েছেন, শুনেছেন একই কথা। যন্ত্রণার উপশম চাইলে জরায়ু কেটে বাদ দিতে হবে। অবশেষে রোগমুক্তি ঘটেছে তাঁর। ইটানগরের দাতব্য রামকৃষ্ণ মিশন হাসপাতালের চিকিৎসকরা ৫০টি টিউমার বার করেছেন তাঁর জরায়ু থেকে। ১৫ তারিখ হয়েছে এই অপারেশন। অরুণাচল প্রদেশের বাসিন্দা ওই মহিলার বয়স বছর ৩০-৩১, অবিবাহিত। রক্তাল্পতায় ভোগা মেয়েটির পিরিয়ড এত বেশি হত যে রক্ত দিতে হত তাঁকে। দিল্লি, চেন্নাই সহ বেশ কিছু শহরে চিকিৎসকদের পরামর্শ নিয়েছেন তিনি, প্রত্যেকে বলেছেন, সমাধান একটাই- হিস্টেরেকটমি বা জরায়ু বাদ দেওয়া। অবশেষে রামকৃষ্ণ মিশন হাসপাতালের চিকিৎসকরা ধরতে পারেন, তাঁর অসুস্থতার আসল কারণ। এক আধটা নয়, তাঁর জরায়ুতে ৫০টা টিউমার রয়েছে। মেয়েটি যাতে ভবিষ্যতে মা হতে পারেন, সে কথা মাথায় রেখে তাঁর জরায়ুতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। তিন ঘণ্টা ধরে চলে অপারেশন। মেয়েটি সুস্থ হয়ে উঠেছেন, তাঁকে ছেড়েও দেওয়া হয়েছে। ভারতে এখনও পর্যন্ত সবথেকে বেশি টিউমার বার করা হয়েছে হায়দরাবাদের এক বেসরকারি হাসপাতালে, রাবিয়া সুলতানা নামে এক মহিলার জরায়ু থেকে। গত বছর ফেব্রুয়ারির ওই অপারেশনে তাঁর শরীর থেকে বার হয় ৮৪টি টিউমার। ওজন ছিল সব মিলিয়ে ৪ কেজি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
বাংলাদেশ
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের






















