এক্সপ্লোর
ককপিটে সপরিবারে ছবি, ৬ বিমান চালকের বিরুদ্ধে তদন্ত শুরু
![ককপিটে সপরিবারে ছবি, ৬ বিমান চালকের বিরুদ্ধে তদন্ত শুরু 6 Pilots Under Dgca Lens For Clicking Pics In Cockpit ককপিটে সপরিবারে ছবি, ৬ বিমান চালকের বিরুদ্ধে তদন্ত শুরু](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/07/14213439/plane-270x202.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: বিমানের ককপিটে পরিবারের সদস্যদের সঙ্গে ছবি তুলে বিপাকে ৬ জন বিমান চালক। এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে অসামরিক বিমান পরিবহণ নিয়ামক সংস্থা (ডিজিসিএ)।
বিমানের ককপিটে চালক, সহ চালক বা বিমানকর্মীরা ছাড়া অন্য কারও প্রবেশের অধিকার নেই। কিন্তু গত বছরের শেষদিকে একটি বেসরকারি বিমান সংস্থার ৬ জন চালকের পরিবারের লোকেরা ককপিটে গিয়ে ছবি তোলেন। অলোক নারুলা নামে বেঙ্গালুরুর এক ব্যক্তি এই ঘটনার কথা জানতে পেরে অভিযোগ দায়ের করেন। পরে তিনি তথ্যের অধিকার আইনে অভিযুক্ত চালকদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হল তা জানতে চান। তাঁর প্রশ্নের জবাবে ডিজিসিএ জানিয়েছে, এই ঘটনার তদন্ত চলছে।
এ বিষয়ে ডিজিসিএ কর্তাদের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে অভিযুক্ত বিমান সংস্থার এক মুখপাত্র বলেছেন, ২০০৪ সালে জারি হওয়া বৈমানিক তথ্য বিজ্ঞপ্তি অনুসারে, বিমানের মধ্যে যাত্রীদের ছবি তোলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা নেই। এক্ষেত্রে সংশ্লিষ্ট যাত্রীরা কর্মীদের অনুমতি নিয়েই ককপিটে প্রবেশ করেছিলেন। এই সংস্থার নিয়মের মধ্যে এই বিষয়টি আছে। ডিজিসিএ তা জানে। তবে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)