এক্সপ্লোর
Advertisement
৬ বছরের মেয়েকে ধর্ষণ, শ্বাসরোধ করে খুন, অভিযুক্ত নাবালক
সালেম (তামিলনাড়ু): ৬ বছরের মেয়েকে ধর্ষণের পর শ্বাসরোধ করে খুন করে বাড়িতেই রান্নার পাত্রে রেখে দেওয়ার অভিযোগ উঠল এক নাবালকের বিরুদ্ধে। অভিযুক্তের বয়স ১৬ বছর ২ মাস। স্কুলছুট ওই কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। রাখা হয়েছে সরকারি পর্যবেক্ষণ হোম-এ।
পুলিশ জানিয়েছে, ৬ বছরের ওই শিশুকন্যা দ্বিতীয় শ্রেনির ছাত্রী। গত দুদিন ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খেলার জন্য বাড়ি থেকে বের হয়, এরপর আর ফিরে আসেনি। তার বাবা পেশায় মত্স্যজীবী। তিনিই থানায় অভিযোগ দায়ের করেন।
তদন্তে নেমে পুলিশ স্থানীয়দের থেকে জানতে পারে ওই কিশোরের সঙ্গে মেয়েটিকে শেষ দেখা যায়। ছেলেটিকে জিজ্ঞাসাবাদের পর বাচ্চাটির খোঁজ পায় তারা। মেয়েটির মুখে গুরুতর চোট ছিল। মৃতদেহটি ছেলেটির বাড়িতেই রান্নার পাত্রের ভিতর রাখা ছিল। জেরার মুখে দোষ শিকার করে কিশোর। সে জানায়, ধর্ষণের পর সে-ই শ্বাসরোধ করে খুন করে ওই মেয়েটিকে। গ্রেফতারের পর ওই কিশোরকে জেলা জুভেনাইল জাস্টিস বোর্ডে পাঠানো হয়। ১৮ জুলাই অবধি তাকে সরকারি পর্যবেক্ষণ হোমে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement