এক্সপ্লোর
Advertisement
গোরক্ষপুরের সেই হাসপাতালে ৫ দিনে আবার মৃত ৭০ শিশু
গোরক্ষপুর: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কেন্দ্র গোরক্ষপুরের বিআরডি মেডিক্যাল কলেজে ফের পরপর শিশুমৃত্যু। চলতি মাসের প্রথম ৫ দিনে ৭০ জন শিশু মারা গিয়েছে সরকারি এই হাসপাতালে।
অগাস্টে এই হাসপাতালেই ৫ দিনে ৬০টি শিশুমৃত্যু হয়, অভিযোগ, অক্সিজেন পায়নি তারা।
হাসপাতাল সূত্রে খবর, যে ৭০টি শিশু মারা গিয়েছে, তাদের বেশিরভাগই সময়ের আগে জন্ম হওয়া সংক্রান্ত নানা সমস্যায় ভুগছিল। এছাড়াও জন্মের সময় ওজন কম সংক্রমণ ও সেপ্টিসিমিয়া সংক্রান্ত সমস্যা রয়েছে।
গত সপ্তাহের খবর, ৪৮ ঘণ্টার মধ্যে এখানে প্রাণ হারিয়েছে ৩০টি শিশু। শুধু ৩ তারিখই মারা গিয়েছে ১৮ জন। হাসপাতালের দাবি, বেশিরভাগ রোগীই এখানে আসে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায়, দূর দূরের জেলা থেকে। ফলে লড়াইটা কঠিন হয়ে পড়ে চিকিৎসকদের পক্ষে। তাদের বক্তব্য, পূর্ব উত্তরপ্রদেশ, পশ্চিম বিহার ও নেপালের ৫ কোটির মত মানুষ দরকারে এই হাসপাতালে চিকিৎসা করাতে আসেন। সময়ের আগে জন্মানো শিশুদের প্রথমে নিয়ে যাওয়া হয় স্থানীয় চিকিৎসকের কাছে, বাধ্য হয়ে এখানে যখন নিয়ে আসা হয় ততক্ষণে যথেষ্ট দেরি হয়ে গিয়েছে। সবরকম চেষ্টা সত্ত্বেও এক তৃতীয়াংশ শিশুকে বাঁচানো যায় না।
অগাস্টে এই হাসপাতালে ১ সপ্তাহে অক্সিজেনের অভাবে ৬৩ শিশুর মৃত্যুর জেরে দেশজুড়ে হইচই হয়। এফআইআর হয় ৯ জনের বিরুদ্ধে, হাসপাতালের অধ্যক্ষ তাঁদের অন্যতম। তবে এবার চিকিৎসকরা বলছেন, সাম্প্রতিকতম মৃত্যুগুলির কারণ অক্সিজেন বা সুচিকিৎসার অভাব নয়, অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে আনার কারণেই তাদের বাঁচানো যায়নি।
গোরক্ষপুর যোগী আদিত্যনাথের ঠিকানা। এই কেন্দ্র থেকে ৫বার লোকসভায় নির্বাচিত হয়েছেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement