দিল্লিতে বিশেষ বিমানে উঠে পালাতে গিয়ে ধৃত ৮ মালয়েশিয় তবলিগ জামাত কর্মী, পাঠানো হবে কোয়ারেন্টিনে
ভিসার শর্ত লঙঘন করায় ইতিমধ্যে ৯০০ বিদেশিকে কালো তালিকাভুক্ত করে তাদের ভিসা বাতিল করেছে কেন্দ্র।
নয়াদিল্লি: ভারত ছেড়ে পালানোর চেষ্টা করছিল। ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়ল সাম্প্রতিক বহুচর্চিত নয়াদিল্লিতে হওয়া তবলিগ জামাতের অনুষ্ঠানে যোগ দেওয়া ৮ মালয়েশিয়ার নাগরিক। তাদের ধরে ফেলেন অভিবাসন দপ্তরের লোকজন। দেশে করোনাভাইরাস সংক্রমণ ছড়ানোর পিছনে গত মাসে তবলিগ জামাতের ওই সমাবেশকে বড় কারণ বলে দেখা হচ্ছে। ওই সমাবেশে হাজির ছিল প্রায় ৯ হাজার লোক। সেখান থেকে অনেকে ধর্মীয় প্রচারে বেরিয়ে দেশের নানা প্রান্তে সংক্রমণ ছড়িয়েছে বলে অভিযোগ উঠেছে।
সরকারি সূত্রে বলা হয়েছে, ভারতে লকডাউনের জন্য আটকে পড়া মালয়েশিয়ার পর্যটকদের নিজেদের দেশে ফেরানোর জন্য বিশেষ ফ্লাইটের বন্দোবস্ত করেছিল মালয়েশিয় হাইকমিশন। দিল্লি-এনসিআর এলাকায় গা ঢাকা দিয়ে থাকা ওই ৮মালয়েশিয় এই সুযোগে বিমানে উঠে পালানোর ছক কষে। কিন্তু তাদের চেষ্টা সফল হয়নি। বিমানে ওঠার আগে তাদের আটকে দেন অভিবাসন কর্তারা। কেননা কেন্দ্রীয় সরকার সব রাজ্য প্রশাসনকে এ দেশে ট্যুরিস্ট ভিসা নিয়ে এসে তবলিগ জামাতের সমাবেশে যোগ দেওয়া সব বিদেশির বিরুদ্ধ ব্যবস্থা নিতে বলেছে। ৮ মালয়েশিয়কে দিল্লি পুলিশের অপরাধ দমন শাখার হাতে তুলে দেওয়া হয়। তাদের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে বলে খবর।
প্রসঙ্গত, ভিসার শর্ত লঙঘন করায় ইতিমধ্যে ৯০০ বিদেশিকে কালো তালিকাভুক্ত করে তাদের ভিসা বাতিল করেছে কেন্দ্র।
এখনও পর্যন্ত দেশে ৪০০-র বেশি নোভেল করোনাভাইরাস সংক্রমণ পজিটিভ হওয়া ও প্রায় ১৫টি মৃত্যুর পিছনে নিজামুদ্দিন মারকাজের জামাত সমাবেশের যোগ পাওয়া গিয়েছে।
করোনাভাইরাস সংক্রমণ ছড়ানো ঠেকাতে সোস্যাল ডিস্ট্যান্সিং চালু করতে কেন্দ্র ২১ দিনের লকডাউন ঘোষণা করলেও গত সপ্তাহে চাঞ্চল্যকর তথ্য বেরয় যে, দিল্লির নিজামুদ্দিনে তবলিগ জামাতের সদর দপ্তরের ভিতরে প্রায় ২৫০ বিদেশি সমেত ২৩০০ বেশি জামাত কর্মী রয়েছে। দ্রুত ব্যবস্থা নিয়ে সবাইকে সেখান থেকে বের করে এনে দপ্তর সিল করে দেওয়া হয়।