এক্সপ্লোর
৩০ বছর আগে কেরোসিন চুরির দায়ে কারাদণ্ড দিয়েছিল আদালত, ৮৯ বছরের বৃদ্ধকে রেহাই সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: ৩০ বছর আগে করা অপরাধের জন্য কারাদণ্ড থেকে মুর্শিদাবাদের ৮৯ বছর বয়সি এক বৃদ্ধকে রেহাই দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি এ কে সিক্রি ও বিচারপতি অশোক ভূষণের বেঞ্চ বলেছে, কলকাতা হাইকোর্টের রায় খারিজ করা না হলেও, মদনমোহন কবিরাজ নামে এই ব্যক্তির বয়সের কথা মাথায় রেখে এবং তাঁর বিরুদ্ধে অন্য কোনও অপরাধের রেকর্ড না থাকায় কারাদণ্ডের সাজা থেকে রেহাই দেওয়া হচ্ছে। নিজের রেশন দোকানে নির্দিষ্ট পরিমাণের অতিরিক্ত ১৮৭ লিটার কেরোসিন থাকার অভিযোগে ১৯৮৮ সালের ২ সেপ্টেম্বর মদনমোহনের বিরুদ্ধে এফআইআর করা হয়। ১৯৯০ সালের ২০ এপ্রিল তাঁর চার মাসের সশ্রম কারাদণ্ডের রায় দেয় মুর্শিদাবাদের বিশেষ আদালত। সেই রায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মদনমোহন। ২৬ বছর পরে ২০১৬ সালের ৩ মে হাইকোর্ট তাঁর সাজা এক মাস কমায়। এরপর সুপ্রিম কোর্টে আবেদন করেন এই বৃদ্ধ। সর্বোচ্চ আদালত তাঁকে রেহাই দিল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















