এক্সপ্লোর
বিজেপির সঠিক নীতি, উদ্দেশ্য নেই, লোকসভা ও রাজ্যে রাজ্যে বিধানসভা ভোটে দলের ৯০ শতাংশ প্রার্থীই হারবেন, দাবি দলীয় এমপি-র

ফরিদাবাদ: বিজেপির সঠিক নীতি, উদ্দেশ্য, কোনওটাই নেই, আসন্ন লোকসভা ও রাজ্যে রাজ্যে বিধানসভা ভোটে দলের ৯০ শতাংশ প্রার্থীই হারবেন। এমনই দাবি করলেন হরিয়ানার কুরুক্ষেত্রের বিজেপি বিধায়ক রাজ কুমার সাইনি, যিনি বেশ কিছুদিন ধরেই দলীয় নেতৃত্বের নিন্দায় মুখ খুলছেন। ফরিদাবাদের টিগাওন গ্রামে লোকতন্ত্র বাঁচাও সমাবেশে তিনি এমন ভবিষ্যদ্বাণী করেছেন। বলেছেন, আগামী লোকসভা ও কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে যাঁরা লড়বেন, তাঁদের ৯০ শতাংশই পরাজিত হবেন। সাইনি হরিয়ানার ইন্ডিয়ান ন্যাশনাল লোক দলেরও কড়া সমালোচনা করে বলেন, যে দলের নেতাদের বিরুদ্ধে মারাত্মক দুর্নীতির অভিযোগ রয়েছে, তারাই রাজ্যে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। পাশাপাশি ভাষণ দিয়ে বেকারির সমস্যা দূর করা যায় না, সেজন্য তৃণমূলে কাজ করতে হয় বলেও মন্তব্য করেন সাইনি, তিনি গরিবের সমস্যাগুলি তুলবেন করবেন বলেও জানান।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















