এক্সপ্লোর
Advertisement
গত বছরের তুলনায় এবার গ্রীষ্মে তাপমাত্রা সামান্য কম থাকতে পারে, পূর্বাভাস আইএমডি-র
নয়াদিল্লি: বিগত বছরগুলিতে এবারও দাপট দেখাবে গরম। এ বছর এপ্রিল থেকে জুনে ভারতের বেশিরভাগ স্থানেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে। এমনই সতর্কবার্তা জারি করল দেশের আবহাওয়া অফিস (আইএমডি)। এপ্রিল থেকে জুনই গ্রীষ্মকাল।
একইসঙ্গে আশার বাণীও শুনিয়েছে আইএমডি। পূর্বাভাসে বলা হয়েছে, পূর্ব, পূর্ব-মধ্য ও দক্ষিণ ভারতে স্বাভাবিকের থেকে কিছুটা কম থাকতে পারে। একইসঙ্গে বর্ষা নির্দিষ্ট সময়ের মধ্যে ঢুকতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।
আইএমডি-র পূর্বাভাস অনুযায়ী, উত্তর ও মধ্য ভারতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশিই থাকবে। অর্থাত, বিগত কয়েক বছরগুলির মতো এবারও দেশের ওই অংশে দাপট অব্যাহত থাকবে গরমের।
আইএমডি ও অন্যান্য আবহাওয়া সংক্রান্ত প্রতিষ্ঠান গত বছরকেই উষ্ণতম আখ্যা দিয়েছিল। তার আগের বছর ২০১৬ ছিল ১৯০১-র পর সবচেয়ে উষ্ণতম।ওই বছর রাজস্থানের ফালোডিকে পারদ ছুঁয়েছইল ৫১ ডিগ্রি সেলসিয়াসে। এর আগে ভারতে কোথাও তাপমাত্রা এতটা পর্যন্ত পৌঁছোয়নি।
এরইমধ্যে আরও স্বস্তির পূর্বাভাস দিয়েছে আইএমডি। ভারতের বেশিরভাগ স্থানেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি হলেও গত বছরের তুলনায় সামান্য কম থাকবে।
উল্লেখ্য, আসন্ন গ্রীষ্ম নিয়ে এই নিয়ে দ্বিতীয়বার পূর্বাভাস জারি করল আইএমডি।
আইএমডি ডিরেক্টর-জেনারেল কে জে রমেশ বলেছেন, পূর্ব, পূর্ব-মধ্য এবং দক্ষিণ ভারতে বজ্রবিদ্যুত্ সহ বৃষ্টির ফলে তাপমাত্রা অপেক্ষাকৃতভাবে সামান্য কম থাকবে ।
ভূবিজ্ঞান মন্ত্রকের সচিব এম রাজিবন বলেছেন, এ বার বর্ষা সঠিক সময়েই ঢুকবে বলে ইঙ্গিত রয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement