এক্সপ্লোর
Advertisement
কেন্দ্রীয় সরকারি চাকরিতে সংরক্ষণ অ্যাসিড আক্রান্তদের জন্যও
নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারি চাকরিতে সংরক্ষণের ব্যবস্থা হচ্ছে অটিজম, মানসিক অসুস্থতা, বৌদ্ধিক সক্ষমতা না থাকা লোকজন, অ্যাসিড হামলায় আক্রান্তদের জন্য। সরকারি বিজ্ঞপ্তি বেরিয়েছে এ ব্যাপারে। তাতে বলা হয়েছে, যেখানে সরাসরি নিয়োগ হবে, সেখানে এ,বি,সি গ্রুপে মোট শূন্যপদের চার শতাংশ সংরক্ষিত থাকবে এ ধরনের প্রতিবন্ধকতার শিকার লোকজনের জন্য। বর্তমানে চালু আছে তিন শতাংশ সংরক্ষণ। বিজ্ঞপ্তিতে 'বেঞ্চমার্ক ডিসেবিলিটি' শব্দবন্ধটি রয়েছে, যার অর্থ এমন একজন মানুষ যাঁর নির্দিষ্ট মানসিক বা শারীরিক প্রতিবন্ধকতার মাত্রা ৪০ শতাংশের কম নয়।
কেন্দ্রের কর্মীনিয়োগ ও প্রশিক্ষণ মন্ত্রকের পক্ষ থেকে সব কেন্দ্রীয় সরকারি বিভাগ, শাখাকে বলে দেওয়া হয়েছে, অন্ধ ও কম দৃষ্টিশক্তি থাকা লোকজন, বোবা-কানে শুনতে পান না, সেরিব্রাল প্যালসিতে আক্রান্ত, কুষ্ঠ থেকে সেরে ওঠা, বামন, অ্যাসিড হামলা, মাসকুলার ডিসট্রফির শিকারদের জন্য সব পদের ক্ষেত্রে এক শতাংশ করে আসন সংরক্ষিত রাখতে হবে।
এক শতাংশ করে আসন সংরক্ষিত রাখতে হবে অটিজম, বৌদ্ধিক অক্ষম, বিশেষ ভাবে শেখার ক্ষেত্রে অক্ষম, মানসিক অসুস্থতায় আক্রান্তদের জন্যও।
নানা ধরনের প্রতিবন্ধকতার শিকার লোকজনের অধিকার সংক্রান্ত ২০১৬ সালের আইন পাশ হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় বিজ্ঞপ্তিও বেরিয়েছে। তারপরই শেখার ক্ষেত্রে অক্ষম লোকজন, অ্যাসিড হামলার শিকারদের জন্য সংরক্ষণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হল।
এছাড়া নতুন আইনে সব সরকারি প্রতিষ্ঠানকে অভাব-অভিযোগ খতিয়ে দেখতে গ্রিভ্যান্স রিড্রেসাল অফিসার নিয়োগ করতেও বলা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement