দিল্লি বিমানবন্দরে ১১৪ কেজি প্রবাল সহ গ্রেফতার আফগান
নয়াদিল্লি: বিরল প্রজাতির প্রবাল চোরাচালান করতে ভারতে এসে বুধবার দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে আটক এক আফগান নাগরিক।
খবরে প্রকাশ, শুল্ক অফিসারদের কাছে গোপন সূত্রে খবর আসে যে এক আফগান নাগরিক প্রচুর পরিমাণ প্রবাল ভারতে পাচার করতে আসছে। সেইমতো, কাবুল থেকে আসা বিমান দিল্লিতে অবতরণ করতেই ওই নাগরিককে আটক করা হয়।
শুল্ক দফতরের তরফে এদিন বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ওই ব্যক্তির মালপত্রের মধ্যে থেকে ১১৪ কেজি ওজনের ‘অর্গান পাইপ’ প্রজাতির প্রবাল বাজেয়াপ্ত করা হয়েছে।
সাধারণত, ওষুধ সম্বন্ধীয় ক্ষেত্রে জীবন্ত প্রবাল এবং এবং রত্ন ও অলঙ্কার তৈরির কাজে ‘মুঙ্গা’ বা প্রবাল পাথর ব্যবহার হয়ে থাকে।
প্রসঙ্গত, ১৯৭২ সালের বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী, প্রবাল নিষিদ্ধ তালিকার অন্তর্ভুক্ত। ফলে, একে কাছে রাখা বা এর ব্যবসা করা আইনত দণ্ডনীয় অপরাধ।
গত বছরও ৮০ কেজির প্রবাল বাজেয়াপ্ত করেছিলেন শুল্ক আধিকারিকরা।