এক্সপ্লোর
Advertisement
ভারতে আফ্রিকানদের নিরাপত্তার দাবিতে ‘আফ্রিকা দিবস’ বয়কট ৪২টি দেশের
নয়াদিল্লি: দিল্লিতে কঙ্গোর এক যুবককে পিটিয়ে মারার ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতে বসবাসকারী আফ্রিকানদের নিরাপত্তার দাবিতে সরব হল আফ্রিকার ৪২টি দেশ। তারা বর্ণবিদ্বেষ এবং আফ্রিকা-ভীতি দূর করার জন্য সরকারি উদ্যোগে সচেতনতা বাড়ানোর দাবি জানিয়েছে। এবারের ‘আফ্রিকা দিবস’-এর অনুষ্ঠানে যাবেন না বলেও জানিয়ে দিয়েছেন ওই দেশগুলির প্রতিনিধিরা।
গত সপ্তাহেই অটো রিকশায় ওঠা নিয়ে বচসার জেরে দিল্লির বসন্তকুঞ্জ অঞ্চলে মাসোন্দা কেতাদা অলিভার নামে কঙ্গোর ওই যুবককে পিটিয়ে মারে তিন স্থানীয় যুবক। এই ঘটনার পরেই আফ্রিকার দেশগুলির প্রতিনিধিরা ক্ষোভ জানান। তাঁরা ‘আফ্রিকা দিবস’-এর অনুষ্ঠান স্থগিত রাখার দাবি জানিয়েছেন। কারণ, অলিভারের মৃত্যুতে ভারতে বসবাসকারী আফ্রিকানরা শোকগ্রস্ত। তাঁরা এই অবস্থায় কোনও উৎসবে যোগ দিতে পারবেন না।
আফ্রিকার দেশগুলির এই অবস্থানের পরিপ্রেক্ষিতে নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় সরকার। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, অলিভারকে যারা হত্যা করেছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তা নিয়ে আফ্রিকার ছাত্রদের আশ্বস্তও করেছেন সুষমা।
বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি কে সিংহকে আফ্রিকার দেশগুলির প্রতিনিধিদের সঙ্গে দেখা করে তাঁদের উদ্বেগ দূর করার নির্দেশ দিয়েছেন বিদেশমন্ত্রী। ফাস্ট ট্র্যাক আদালতে যাতে অলিভার হত্যার বিচার হয় তা নিশ্চিত করার জন্য দিল্লির লেফটেন্যান্ট গভর্নর নজীব জঙ্গকে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানিয়েছেন সুষমা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement