এক্সপ্লোর
Advertisement
বিহারের পর মধ্যপ্রদেশে বালি মাফিয়াদের নিয়ে খবর করায় সাংবাদিককে ট্রাকের চাকায় পিষে খুন, সামনে এল সিসিটিভি ফুটেজ
ভোপাল: রবিবার বিহারে এক সাংবাদিককে হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার মধ্যপ্রদেশে একই ধরনের ঘটনা সামনে এল। রাজ্যের ভিন্ডে সন্দীপ শর্মা নামে এক সাংবাদিককে ট্রাকের চাকায় পিষে খুন করা হল। সন্দীপ বেশ কিছুদিন ধরেই বালি মাফিয়াদের নিয়ে খবর করছিলেন। তাঁর প্রাণের ঝুঁকি রয়েছে বলে পুলিশের কাছে অভিযোগও জানিয়েছিলেন সন্দীপ। কিন্তু শেষরক্ষা হল না।
সন্দীপকে হত্যার ভয়াবহ সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। ভিডিওতে এক বাইক আরোহীকে চাকায় পিষে দিয়ে একটি ট্রাককে চলে যেতে দেখা যাচ্ছে।
এই ঘটনায় রাজ্যে সাংবাদিকদের সুরক্ষা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। এর আগে বিহারের ভোজপুর জেলায় রবিবার রাতে দুষ্কৃতীরা এই সাংবাদিক সহ দুজনকে গাড়ির চাকায় পিষে হত্যা করে। আরা-সাসারাম রাজ্য সড়কের গড়হনি থানা এলাকায় নহসি গ্রামের কাছে এই ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত গড়হনির প্রাক্তন মুখিয়া শাহিদা প্রবীণের স্বামী মহম্মদ হারসু ও তাঁর ছেলে। হত্যার ঘটনায় স্করপিও গাড়ি ব্যবহার করা হয়। সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় কোনও বিরাম নেই। এক বছর আগে সিওয়ানে সাংবাদিক রাজদেব রঞ্জনকে প্রকাশ্যে গুলি চালিয়ে খুন করা হয়। গত বছরই কর্নাটকে সাংবাদিক গৌরী লঙ্কেশকে তাঁর বাড়ির সামনে গুলি করে হত্যা করা হয়। মিডিয়া ওয়াচডগ দ্য হুট-এর একটি রিপোর্ট অনুসারে, ২০১৭ সালে তিন সাংবাদিককে হত্যা করা হয় এবং ৪৬ জন সাংবাদিকের ওপর হামলা চালানো হয়। এরইমধ্যে সাংবাদিকদের ওপর হামলা সংক্রান্ত ২৭ টি মামলায় পুলিশ ব্যবস্থা নিয়েছে। গত বছরে সাংবাদিকদের হুমকি দেওয়ার ১২ টি মামলা সামনে এসেছে।भिंड में पत्रकार संदीप शर्मा के एक्सीडेंट का वीडियो,परिजनों ने हत्या का संदेह जताया। शर्मा ने कुछ महीने पहले पुलिस का स्टिंग किया था। @abpnewshindi pic.twitter.com/u7KjyzJIzq
— Brajesh Rajput (@brajeshabpnews) March 26, 2018
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement