এক্সপ্লোর
গুজবে রাশ টানতে শীঘ্রই নয়া ফিচার হোয়াটস্যাপে, ফরোয়ার্ডেড মেসেজে থাকবে বিশেষ চিহ্ন
![গুজবে রাশ টানতে শীঘ্রই নয়া ফিচার হোয়াটস্যাপে, ফরোয়ার্ডেড মেসেজে থাকবে বিশেষ চিহ্ন After govt warning, WhatsApp testing new feature in India to curb spread of fake news গুজবে রাশ টানতে শীঘ্রই নয়া ফিচার হোয়াটস্যাপে, ফরোয়ার্ডেড মেসেজে থাকবে বিশেষ চিহ্ন](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/07/05122200/whatsapp.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: কেন্দ্রের চিঠির পরই নড়েচড়ে বসল হোয়াটস অ্যাপ কর্তৃপক্ষ। গুজবে রাশ টানতে ভারতে ফরোয়ার্ডেড মেসেজের ক্ষেত্রে এবার নতুন বৈশিষ্ট্য আনতে চলেছে হোয়াটস অ্যাপ। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ফরোয়ার্ডেড মেসেজ প্রাপক যাতে সহজেই বুঝতে পারেন সেজন্য ব্যবহার করা হবে একটি বিশেষ চিহ্ন।ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রক (এমইআইটিওয়াই)-এর চিঠির জবাবে হোয়াটস্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতে আমরা নতুন বৈশিষ্ট্যর পরীক্ষা করছি।এতে ফরোয়ার্ডেড মেসেজ হলে থাকবে বিশেষ চিহ্ন। এতে ইউজারের কাছে গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া যাবে। প্রাপক কোনও মেসেজ ফরোয়ার্ড করার আগে ভাববেন যে বিষয়বস্তু তিনি পেয়েছেন, তা তাঁর চেনা ব্যক্তির লেখা, নাকি অন্য কারুর কাছ থেকে পাওয়া সম্ভাব্য কোনও গুজব। খুব শীঘ্রই এই ফিচার চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, দেশের বিভিন্ন স্থানে গুজবের জেরে পিটিয়ে খুনের ঘটনা ঘিরে উদ্বেগ দেখা দিয়েছে। মন্ত্রক এ ধরনের গুজব ও ভুয়ো খবর ছড়িয়ে পড়ার ক্ষেত্রে রাশ টানতে জন্য হোয়াটস্যাপ কর্তৃপক্ষকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি লেখে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)