এক্সপ্লোর
বিহার থেকে আসা রোগীদের ফেরত পাঠাতে এইমস-কে 'নির্দেশ' কেন্দ্রীয় মন্ত্রীর, অনৈতিক, পাল্টা খোলা চিঠি ডাক্তারের

নয়াদিল্লি: সম্প্রতি নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী হয়ে বসা অশ্বিনী চৌবে নাকি এইমস-এর ডিরেক্টরকে নির্দেশ দিয়েছেন, বিহার থেকে ছোটখাট অসুখ, সমস্যা নিয়ে চিকিত্সার জন্য আসা রোগীদের যেন পটনায় ফেরত্ পাঠিয়ে দেওয়া হয়! গত রবিবার এখানে এক অনু্ষ্ঠানে আসেন তিনি। চৌবেকে উদ্ধৃত করে বলা হয়েছে, সামান্য অসুখ-বিসুখ হলেও বিহারের লোকজন অহেতুক দিল্লির এইমসে ভিড় করছেন, অথচ রাজ্যেই চিকিত্সা হতে পারে! কেন্দ্রীয় মন্ত্রী একটি রাজ্যের মানুষকে ফেরত্ পাঠিয়ে দিতে বলেছেন বলে খবর ছড়ানোয় তাঁর প্রবল সমালোচনা হয়। যদিও গতকালই চৌবে রোগীদের ফেরত পাঠিয়ে দিতে বলার অভিযোগ অস্বীকার করে বলেন, কখনই এমন কথা বলিনি। মিডিয়ায় যা বলা হচ্ছে, সবই মিথ্যা, ভিত্তিহীন। এবার ডাঃ শাহ আলম খান নামে এইমস-এর অস্থি বিভাগের এক প্রফেসরই চৌবের বক্তব্যের জবাবে খোলা চিঠিতে বলেছেন, রাজধানীর শীর্ষ চিকিত্সা প্রতিষ্ঠানে ভিড় উপচে পড়ে দেশের দুর্বল স্বাস্থ্য পরিকাঠামোর জন্যই। কখনও কখনও সেখানে সমস্যা হওয়ার কথা মেনে নিয়েও তিনি বলেন, এজন্য রোগীরা দায়ী নন, তাঁদের শাস্তি দেওয়া উচিত নয়। ডাক্তার হিসাবে আমরা রোগীদের ধর্ম, জাতপাত, এলাকা, লিঙ্গ, সামাজিক অবস্থান, জাতীয় পরিচিতি, কোনও মাপকাঠির ভিত্তিতে চিকিত্সা না করে ফেরত পাঠাতে পারি না। সেটা অনৈতিকই শুধু নয়, আইনবিরুদ্ধও। তাই দয়া করে এইমস বা আপনাদের সরকারের অধীনে কর্মরত কোনও ডাক্তারকেই এক শ্রেণির রোগীর চিকিত্সা না করার পরামর্শ দেবেন না। তিনি বিহার থেকে আসা ১৪ বছর বয়সি হাড়ে ক্যান্সারে আক্রান্ত এক রোগীর কথা উল্লেখ করে বলেন, মারাত্মক অসুস্থতা সত্ত্বেও ও আশা হারায়নি। গতকাল আপনার নির্দেশের প্রেক্ষিতে ও জানতে চায়, বিহার থেকে আসা রোগীদের আর দেখব কিনা। ওকে আগামী সপ্তাহে আসতে বলি। আনন্দে আমার হাতে চুম্বন করে ও।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















