এক্সপ্লোর
Advertisement
পাশে নেই অখিলেশ, পরিবার ও দল অটুট রয়েছে, সাংবাদিক বৈঠকে দাবি মুলায়মের
লখনউ: যাদবকুলপতি দাঁতের ব্যাথার মধ্যেও পরিবারের উত্তরাধিকার যুদ্ধ মেটানোর প্রচেষ্টা চালাচ্ছেন। কিন্তু তাতে কতটা ফল পাওয়া যাচ্ছে, তা ঘিরেই প্রশ্ন উঠেছে। এদিন যে সাংবাদিক বৈঠক করে ভাই শিবপাল যাদবকে পাশে নিয়ে দল ও পরিবারের ঐক্যবদ্ধ থাকার বার্তা দিলেন, সেই সাংবাদিক বৈঠকেই থাকলেন না ছেলে তথা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ সিংহ যাদব। উত্তরাধিকারের লড়াই মুলায়ম সিংহ যাদবের একটি মন্তব্যে আরও ঘোরাল হল বলে মনে করা হচ্ছে। মুলায়ম বলেছেন, ভোটের পর নবনির্বাচিত বিধায়করাই মুখ্যমন্ত্রী বেছে নেবেন। এ কথা বলে নেতাজী সম্ভবত ছেলেকে সবক শেখানোর পথেই হাঁটলেন বলেই মনে করা হচ্ছে।
দল ও পরিবারের প্রবল দ্বন্দ্বের মধ্যেই এদিন অখিলেশ মন্ত্রিসভার শিবপাল সহ চার বরখাস্ত মন্ত্রীকে নিয়ে সাংবাদিক বৈঠক করলেন সমাজবাদী পার্টি প্রধান। সাংবাদিক বৈঠকে গরহাজির ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। দল, দলের কর্মীরা ও পরিবার ঐক্যবদ্ধ রয়েছে বলে দাবি করলেও শিবপাল সহ বরখাস্ত মন্ত্রীদের অখিলেশ ফেরাবেন কিনা, তার স্পষ্ট জবাব দিতে পারলেন না মুলায়ম। এ সংক্রান্ত প্রশ্নের জবাবে মুলাময় বললেন, এ ব্যাপারে সিদ্ধান্ত অখিলেশ নেবেন।
দলের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, এই প্রশ্নের উত্তরে মুলায়ম বলেছেন, তাঁর জন্যই ২০১২-তে মুখ্যমন্ত্রী হয়েছিলেন অখিলেশ। এবার ভোটের পর সপা জিতলে দলের বিধায়করাই মুখ্যমন্ত্রী বেছে নেবেন। এভাবে মুলায়ম কার্যত জানিয়ে দিলেন যে, অখিলেশকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে রাজ্য বিধানসভা নির্বাচনে ঝাঁপাচ্ছে না সপা।
অখিলেশকে সরিয়ে মুলায়মকে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য গতকালের নাটকীয় বৈঠকে দাবি জানিয়েছিলেন শিবপাল। নিজের ফের মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনাও অবশ্য খারিজ করে দিয়েছেন মুলায়ম।
অখিলেশের অপছন্দের পাত্র অমর সিংহকে যে তিনি সরাবেন না, তাও সাফ জানিয়েছেন মুলায়ম।
দল ও পরিবারের দ্বন্দ্বে সদ্যই সপা থেকে বরখাস্ত করা হয়েছে মুলাময়ের ভাই রামগোপাল যাদবকে। অখিলেশের ঘনিষ্ঠ তিনি। রামগোপালদের বরখাস্ত করার পাল্টা হিসেবে অখিলেশ মন্ত্রিসভা থেকে বরখাস্ত করেছিলেন শিবপাল সহ চার মন্ত্রীকে। রামগোপালের কোনও বক্তব্যকে যে তিনি গুরুত্ব দিতে নারাজ, তা এদিন জানিয়ে দিয়েছেন মুলায়ম।
উল্লেখ্য, দল ও পরিবারের ঝগড়া মেটাতে গতকাল লখনউতে সপা দফতরে শীর্ষ নেতাদের বৈঠকে ডেকেছিলেন মুলাময়। কাকা শিবপালের সঙ্গে অখিলেশের গলাগলি করিয়ে ঝগড়া সামাল দেওয়ার চেষ্টাও করেছিলেন মুলাময়। কিন্তু এরপরই অখিলেশকে মিথ্যবাদী বলেন শিবপাল। তাঁর মাইকও কেড়ে নেওয়ার চেষ্টা করেন। অখিলেশ বৈঠক ছেড়ে বেরিয়ে যান।বিবাদ আরও তিক্ত পর্যায়ে পৌঁছয়।
এরপর অবশ্য রাতে কয়েকদফা বৈঠক হয়। তার পর থেকে ছেলে তথা মুখ্যমন্ত্রী অখিলেশ সিংহ যাদব এবং ভাই তথা সপার প্রদেশ সভাপতি শিবপাল যাদবের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন মুলায়ম। মঙ্গলবার সকালেও অখিলেশকে ডেকে পাঠিয়ে নিজের বাসভবনে আলাদা বৈঠক করেছেন। তবু রফাসূত্র সম্ভবত অধরাই থেকে গিয়েছে। সাংবাদিক সম্মেলনে তাই দু’পক্ষকে এক মঞ্চে আনতে মুলায়ম ব্যর্থ হলেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement