পঞ্জাব: কেজরীবালকে ‘গ্রীষ্মের ঝড়’ বলে কটাক্ষ অমরিন্দর, সিধুর
চণ্ডীগড়: পঞ্জাব জয়ের পর কংগ্রেসের নিশানায় আম আদমি পার্টি (আপ)।
এদিন সাংবাদিক সম্মেলনে অরবিন্দ কেজরীবাল সহ আপ শীর্ষ নেতাদের তীব্র সমালোচনা করেন ক্যাপ্টেন অমরিন্দর সিংহ এবং নভজ্যোৎ সিংহ সিধু।
পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদের অন্যতম দাবিদার অমরিন্দর এদিন জানান, আম আদমি পার্টির কোনও নেতৃত্ব নেই। তিনি বলেন, আপ-কে ভোট না দিয়ে পঞ্জাবের মানুষ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন।
এই প্রবীণ কংগ্রেস নেতার মতে, অরবিন্দ কেজরীবাল হলেন অনেকটা গ্রীষ্মকালীন ঝড়ের মত, যা দ্রুত আসে আবার দ্রুত চলেও যায়। তিনি যোগ করেন, আপের বুদবুদ ফেটে গিয়েছে। তাঁর আরও অভিযোগ, আম আদমি পার্টির ‘সন্ত্রাস-যোগ’-ও তাদের বিপক্ষে গিয়েছে।
অমরিন্দরের পাশাপাশি, আপ-কে নিজস্ব ঢঙে তুলোধনা করেন নভজ্যোৎ সিংহ সিধু। বলেন, টাকা দিয়ে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে নির্বাচনের সময় ভুল তথ্য প্রচার করেছে আপ। যার ফলস্বরূপ, ভোটে মানুষ তাদের ধরাশায়ী করে পাল্টা জবাব দিয়েছেন।
এদিকে, পঞ্জাব ও গোয়া নির্বাচনে দলের আশানুরূপ ফল না হওয়ায় স্বভাবতই হতাশ আম আদমি পার্টি। এদিন দলের নেতা আশুতোষ বলেন, খারাপ পারফরম্যান্সের কারণ খতিয়ে দেখা হবে।