এক্সপ্লোর
Advertisement
Ambani Grandson Name: সদ্য দাদু হয়েছেন, নাতির নাম কী রেখেছেন, জানালেন মুকেশ অম্বানি
দাদু হয়েছিলেন দু’সপ্তাহ আগে। নাতির সঙ্গে তাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। এবার সদ্যোজাত নাতির কী নাম রেখেছেন, তা জানালেন মুকেশ অম্বানি। নেটিজেনদের মধ্যে তা নিয়েও দিনভর চলল চর্চা।
মুম্বই: দাদু হয়েছিলেন দু’সপ্তাহ আগে। নাতির সঙ্গে তাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। এবার সদ্যোজাত নাতির কী নাম রেখেছেন, তা জানালেন মুকেশ অম্বানি। নেটিজেনদের মধ্যে তা নিয়েও দিনভর চলল চর্চা।
যে কোনও খবর ঘটুক না কেন, অম্বানি পরিবার সব সময়ই প্রচারের আলোয় থাকে। তা সে ইশা অম্বানির বিয়ে হোক বা আকাশ-শ্লোকের সন্তান। অম্বানি পরিবারকে নিয়ে সাধারণ মানুষের উৎসাহ তুঙ্গে। সম্প্রতি বাবা-মা হয়েছেন মুকেশ এবং নীতা অম্বানির পুত্র আকাশ ও পুত্রবধূ শ্লোক মেহতা। অম্বানি পরিবারের তরফ থেকে জানানো হয়েছিল যে, আকাশ এবং শ্লোক একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। আর এবার তাদের সদ্যোজাত পুত্র সন্তানের নাম প্রকাশ্যে আনা হয়েছে।
জানা গিয়েছে, আকাশ এবং শ্লোকের পুত্র সন্তানের নাম রাখা হয়েছে পৃথিবী। অর্থাৎ সদ্যোজাতের পুরো নাম পৃথিবী আকাশ অম্বানি। স্বভাবতঃই এই নামটি সকলের বেশ পছন্দ করেছে। অম্বানি সংস্থার মুখপাত্র এই খবরটি প্রকাশ করেছেন।
গত ৯ মার্চ বিবাহবন্ধনে আবদ্ধ হন আকাশ এবং শ্লোক। মহাসমারোহে জাঁকজমকপূর্ণভাবে পালন করা হয় আকাশের বিয়ের অনুষ্ঠান এবং রিসেপশন। বসেছিল চাঁদের হাট। আর সেই নবদম্পতি বছরের শেষে মা-বাবার স্বাদ উপভোগ করছেন। তাঁদের শুভেছাবার্তা পাঠিয়েছেন সকলে।
সদ্যোজাত নাতির সঙ্গে ছবি তুলেছিলেন মুকেশ অম্বানি। আর মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়েছিল। পরিবারে নতুন সদস্যকে স্বাগত জানিয়েছিলেন মুকেশের ছেলে আকাশ ও তাঁর স্ত্রী শ্লোক। বৃহস্পতিবার মুম্বইয়ে পুত্রসন্তানের জন্ম দেন অম্বানির পুত্রবধূ। অম্বানি পরিবারের মুখপাত্র বিবৃতি দিয়ে জানিয়েছেন, নতুন সদস্য আসার পর উচ্ছ্বসিত মুকেশ ও নীতা। ছোট্ট শিশুকে নিয়ে ছবি তুলেছেন দাদু। হাসিমুখে মুকেশের ছবিটি ভাইরাল নেট দুনিয়ায়। রিলায়েন্সের ডিরেক্টর অফ কর্পোরেট অ্যাফেয়ার্স পরিমল নাথওয়ানি এই ছবিটি ট্যুইট করেছেন।
অম্বানি পরিবার বিবৃতি জারি করে জানিয়েছে, প্রথমবার দাদু-দিদিমা হয়ে অত্যন্ত খুশি মুকেশ ও নীতা অম্বানি। নতুন সদস্যের আগমনে মেহতা ও অম্বানি পরিবারের এখন খুশির হাওয়া।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement