এক্সপ্লোর
Advertisement
রাষ্ট্রপতির সফরে যানজট, অন্তঃস্বত্ত্বাকে হাসপাতালে পৌঁছে দিতে এগিয়ে এলেন পুলিশ কর্মী
ভোপাল: স্তন্যপানরত শিশু সহ একটি গাড়ি টেনে নিয়ে যাওয়ার অভিযোগ ঘিরে মুখ পুড়েছে মুম্বই পুলিশের। এবার মধ্যপ্রদেশের এক পুলিশ কর্মী বিপদাপন্নের সাহায্যে এগিয়ে এলেন। এক অন্তঃস্বত্ত্বাকে সঠিক সময়ে হাসপাতালে পৌঁছতে সাহায্য করে বাহবা আদায় করে নিয়েছেন মধ্যপ্রদেশের ওই পুলিশ আধিকারিক। গত ১১ নভেম্বর ভোপালে এই ঘটনা ঘটেছে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সফর ঘিরে শহরে তখন রাস্তায় যানবাহনের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। পলিটেকনিক স্কোয়ারে নিরাপত্তা বন্দোবস্তের দায়িত্বে ছিলেন হনুমানগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারির সুদেশ তিওয়ারি। হঠাত্ই তাঁর চোখে পড়ে, এক বৃদ্ধা মহিলা সাহায্যের আর্জি জানাচ্ছেন। তিওয়ারি তাঁর কাছে গিয়ে জানতে পারেন, ওই বৃ্দ্ধা ও তাঁর স্বামী তাঁদের অন্তঃস্বত্ত্বা কন্যাকে সন্তানপ্রসবের জন্য হাসপাতালে নিয়ে যাচ্ছেন। কিন্তু যানজটে তাঁদের গাড়ি আটকে পড়েছে।
বিন্দুমাত্র দেরি করেননি তিওয়ারি। যানজট কাটিয়ে কোনওক্রমে ওই গাড়িটি বের করে আননে। আটকে থাকা অন্যান্য গাড়ির চালকরা ভাবেন, নিজের পরিচিত কাউতে এভাবে সাহায্য করছেন ওই পুলিশ অফিসার। তাঁরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। কিন্তু বিষয়টি বুঝিয়ে বলার পর অন্য চালকরা শান্ত হন।
তিওয়ারি বলেছেন, তিনি কী করছেন, তা তাঁর সহকর্মীরাও জানতেন না। তিনি নিজেই গাড়িটি চালিয়ে অপেক্ষাকৃত ফাঁকা একটা রাস্তায় নিয়ে আসেন। এরপর ফের নিজের দায়িত্ব সামলাতে ফিরে যান।
তিওয়ারি বলেছেন, তখন শুধু ওই পরিবারকে সাহায্য করার কথাই মাথায় ছিল। ভিআইপি এলেও তো মানুষের জন্যই আসেন। তাই বিপদাপন্নদের উদ্ধার করাকেই কর্তব্য বলে মনে করেন তিনি।
ওই ঘটনার মাত্র আধঘন্টা পরেই হাসপাতালে শিশুর জন্ম দেন বৃদ্ধার মেয়ে বশিরাত ফতিমা। অন্তঃস্বত্ত্বার বাবা মহম্মদ ইকবাল এ কথা জানিয়েছেন।
হাসপাতাল থেকে ফিরে তিওয়ারিকে ধন্যবাদ জানাতে ভোলেননি ইকবাল।
ভোপালের ডিআইজি জানিয়েছেন, ওই অফিসারকে শংসাপত্র দিয়ে সংবর্ধনা জানানো হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement