এক্সপ্লোর
করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহ, যদি পরিবারে ছড়ায়! আশঙ্কায় আত্মঘাতী অন্ধ্রপ্রদেশের এই ব্যক্তি
চিনে করোনাভাইরাস মহামারী হয়ে উঠেছে। বিশ্বের বেশ কয়েকটি দেশেও এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। এরমধ্যে এই ভাইরাসে আক্রান্ত সন্দেহে অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলার এক বাসিন্দা আত্মঘাতী হলেন।
![করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহ, যদি পরিবারে ছড়ায়! আশঙ্কায় আত্মঘাতী অন্ধ্রপ্রদেশের এই ব্যক্তি Andhra Pradesh: man suspects he has coronavirus, kills self করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহ, যদি পরিবারে ছড়ায়! আশঙ্কায় আত্মঘাতী অন্ধ্রপ্রদেশের এই ব্যক্তি](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/10/04164229/death.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
হায়দরাবাদ: চিনে করোনাভাইরাস মহামারী হয়ে উঠেছে। বিশ্বের বেশ কয়েকটি দেশেও এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। এরমধ্যে এই ভাইরাসে আক্রান্ত সন্দেহে অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলার এক বাসিন্দা আত্মঘাতী হলেন।
করোনাভাইরাসে ইতিমধ্যেই চিনে ১,১০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ২০ টি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।
এরইমধ্যে শ্রীকলাহস্তির ৫০ বছরের ওই ব্যক্তি বালকৃষ্ণায়ার সন্দেহে হয় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি। তাঁর থেকে বাড়ির লোকজনের মধ্যে এবং গ্রামেও রোগ ছড়াতে পারে বলে আশঙ্কায় ভুগতে শুরু করেন তিনি।
বালকৃষ্ণয়ার সন্দেহে হয়, সম্প্রতি তিনি যখন তিরপতির রুইয়া হাসপাতালে গিয়েছিলেন, তখন তাঁর এই ভাইরাসের সংক্রমণ হয়েছিল। তাঁর সর্দি-কাশি থাকায় সেখানে চিকিত্সকরা তাঁকে মাস্ক পরতে বলেছিলেন।
বালকৃষ্ণয়ার ছেলে বালামুরলী বলেছেন, হৃদযন্ত্র সংক্রান্ত রোগের চিকিত্সার জন্য তিনি ওই হাসপাতালে গিয়েছিলেন। চিকিত্সকরা তাঁকে মাস্ক পরতে বলেছিলেন। এর থেকেই তাঁর ভুল ধারণা হয় যে, করোনাভাইরাসের সংক্রমণ ঘটেছে।
বালামুরলী জানিয়েছেন, তারপর থেকেই তাঁর বাবা তাঁদের কাছে ঘেঁষতে দিতেন না। বালামুরলী আরও জানিয়েছেন, বাবাকে বলেছিলাম যে, আদৌ কোনও সংক্রমণ তাঁর হয়নি। কিন্তু তিনি সে কথায় কর্ণপাত করেননি। হয়ত ভালো কাউন্সেলিং হলে তিনি বুঝতে পারতেন। ভিডিওতে করোনাভাইরাসের লক্ষ্মণ সম্পর্কে প্রচুর ভিডিও দেখেছিলেন তিনি। শেষপর্যন্ত তিনি মনে করেছিলেন, এ সব লক্ষ্মণ তাঁর মধ্যে রয়েছে। গত সোমবার বাড়ির মধ্যে আমাদের তালাবন্ধ করে দেন তিনি। এরপর একটি গাছ থেকে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
উল্লেখ্য, অন্ধ্রপ্রদেশে করনোভাইরাস সংক্রমণের কোনও ঘটনাই ঘটেনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)