মোহভঙ্গের ইঙ্গিত? খোদ জন্মভিটেয় রাম রহিমের ছবি গড়াগড়ি খাচ্ছে ড্রেনে
শ্রীগঙ্গানগর: জোড়া ধর্ষণ মামলায় গুরমীত রাম রহিমের ২০ বছরের হাজতবাসের সাজা হওয়ার পর কি মোহভঙ্গ হতে শুরু করেছে ‘বাবার’ ভক্তদের?
অন্তত এমনই আন্দাজ মিলল খোদ রাম রহিমের জন্মভিটে রাজস্থানের শ্রীগঙ্গানগরে। সেখানে ডেরা প্রধানের প্রচুর ছবি এখন গড়াগড়ি খাচ্ছে শহরের ড্রেনগুলিতে।
সম্প্রতি, শহরের প্রধান নিকাশি আধিকারিক দেবেন্দ্র রাঠৌর গিয়েছিলেন ড্রেন পরিদর্শনের জন্য। তাঁর কাছে অভিযোগ এসেছিল, একাধিক ড্রেন আটকে গিয়েছে।
পরিদর্শনে গিয়ে দেবেন্দ্র যা দেখলেন, তাতে তার চক্ষু চড়কগাছ! দেখেন, ড্রেনগুলি ময়লায় নয়, স্বঘোষিত গডম্যানের শয়ে শয়ে ছবিতে ভরে গিয়েছে।
প্রসঙ্গত, শ্রীগঙ্গানগর জেলার গুরুসান মুন্ডিয়া গ্রামে জন্ম হয়েছিল ডেরা সচ্চা সৌদা প্রধানের। জেলার অধিকাংশ মানুষ এতদিন ডেরা প্রধানকে কার্যত পুজো করে এসেছেন।
কিন্তু, ১৫ বছর আগে দুই শিষ্যাকে ধর্ষণের অভিযোগে রাম রহিমের জেল হওয়ার পর থেকেই গুরমীতের অনুগামী ও ভক্তরা এখন ক্ষুব্ধ।