জাল পাসপোর্ট বানিয়ে উত্তরপ্রদেশে গ্রেফতার ৬ বাংলাদেশি নাগরিক
৬ জনকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্তরা কাঁটাতার পেরিয়ে পাকিস্তানে যাওয়ার চেষ্টা করেছিল।
লখনউ: রবিবার হাবিবুর রহমান, জাকির হুসেন, মহম্মদ কাবিল, কামালুদ্দিন, তাইজুল ইসলাম ও লিটন মিয়া নামের ৬ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল উত্তরপ্রদেশের পুলিশ। এই ৬ জনকেই রবিবার আগ্রা স্টেশন থেকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশের সন্ত্রাস দমন স্কোয়াড। অভিযোগ, এই ৬ বাংলাদেশি নাগরিকই জাল পাসপোর্ট বানিয়ে ভারতে বসবাস করছিল।
উত্তরপ্রদেশ পুলিশের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল অসীম অরুণ জানিয়েছেন, “সন্ত্রাস দমন স্কোয়াডের কাছে খবর ছিল, উত্তরপ্রদেশে কিছু অবৈধ বাংলাদেশি দীর্ঘদিন ধরে ঘাঁটি গেড়ে বসে রয়েছে। তারা জাল পাসপোর্টও তৈরি করেছে। এবং তার জন্য ভুয়ো অধার কার্ড, রেশন কার্ডও জমা করেছে তারা।”
ওই ৬ জনকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্তরা কাঁটাতার পেরিয়ে পাকিস্তানে যাওয়ার চেষ্টা করেছিল। কাঁটাতার পেরনোর সময় যেন কোনও ভাবেই বিদ্যুৎস্পৃষ্ট না হতে হয়, সে জন্য টেস্টারও রাখত তারা। সেই টেস্টার বাজেয়াপ্ত করেছে পুলিশ। একই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে ৯টি সিমকার্ড, ৬টি আধার কার্ড, বেশ কিছু মেমরি কার্ড এবং কিছু ক্যাশ।