এক্সপ্লোর
Advertisement
উরিতে অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দিল সেনা, নিহত পাকিস্তানের ২ 'ব্যাট' জঙ্গি
শ্রীনগর: উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার উরি সেক্টরে নিয়ন্ত্রণ রেখায় জঙ্গিদের অনুপ্রবেশ ভেস্তে দিল সেনা। খতম দুই জঙ্গি। সেনার এক আধিকারিক এ কথা জানিয়েছেন।
হামলাকারীরা পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম বা ব্যাট-এর সদস্য।
জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজিপি এস পি বৈদ ভারতীয় জওয়ানদের কেউই হতাহত হননি, সেনা ও জম্মু ও কাশ্মীর পুলিশ সম্ভাব্য ট্র্যাজেডি রুখে দিয়েছে বলে জানিয়ে ট্যুইট করেছেন।
সেনাবাহিনীর এক মুখপাত্র বারামুলার উরি সেক্টরে নিয়ন্ত্রণ রেখায় ৪ ও ৫ নভেম্বরের মাঝের রাতে বড় ধরনের জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা জওয়ানরা ব্যর্থ করে দিয়েছেন বলে জানান। বলেন, নিয়ন্ত্রণ রেখায় প্রতিকূল ভৌগলিক পরিস্থিতি কাজে লাগিয়ে ঢুকে পড়ার চেষ্টা করেছিল সন্ত্রাসবাদীরা। কিন্তু সেখানকার সদাসতর্ক জওয়ানরা তা ভেস্তে দেন। সন্ত্রাসবাদীরা বাধা পেয়ে নির্বিচারে গুলি চালায়। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পালানোর সময় জওয়ানদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয় দুই সন্ত্রাসবাদী।
ওদের কাছ থেকে প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র, গোলাবারুদ মিলেছে, ব্যাপক তল্লাশি চলছে বলে জানান তিনি। এটি গত ৫ মাসে উরি সেক্টরে চতুর্থ ব্যর্থ হয়ে যাওয়া অনুপ্রবেশের চেষ্টা। ট
তিনি বলেন, এ থেকেই সেনা জওয়ানদের সতর্কতার মাত্রা, অনমনীয় মনোভাব ফুটে উঠেছে। সন্ত্রাসবাদীদের গুলিযুদ্ধে জড়িয়ে নিয়ে উরিতে ওদের অনুপ্রবেশের প্রয়াস বানচাল করে দিয়েছেন জওয়ানরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খুঁটিনাটি
Advertisement