এক্সপ্লোর
Advertisement
অরুণাচলের কংগ্রেস বিধায়কের অভিযোগ, পাঁচ ভারতীয়কে অপহরণ করেছে চিনা সেনা
লাদাখে ভারত-চিন সংঘাতের আবহে অরুণাচলে পাঁচ ভারতীয় নাগরিককে অপহরণের অভিযোগ চিনা সেনার বিরুদ্ধে। ট্যুইটে এমনই অভিযোগ কংগ্রেস বিধায়ক তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিনং ইরিংয়ের।
ইটানগর: লাদাখে ভারত-চিন সংঘাতের আবহে অরুণাচলে পাঁচ ভারতীয় নাগরিককে অপহরণের অভিযোগ চিনা সেনার বিরুদ্ধে। ট্যুইটে এমনই অভিযোগ কংগ্রেস বিধায়ক তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিনং ইরিংয়ের। গতকাল আপার সুবানসিরি জেলার নাচোয় জঙ্গলে শিকার করতে যাওয়া পাঁচ ভারতীয় নাগরিককে লাল ফৌজ অপহরণ করে বলে ট্যুইটে অভিযোগ কংগ্রেস সাংসদের। এ ব্যাপারে কেন্দ্রকে অবিলম্বে হস্তক্ষেপ করতে হবে এবং ওই পাঁচ জনকে উদ্ধার করতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি।
যদিও এনিয়ে সরকারি স্তরে এখনও কোন প্রতিক্রিয়া মেলেনি।
বিধায়ক ইরিং বলেছেন, লাদাখ সীমান্তে ভারত ও চিনের মধ্যে টানাপোড়েন চলেছে। এজন্য ভারতের নজর হঠাতে চিন অরুণাচল সীমান্তে এমন কাজ করছে। চিন এখন অরুণাচলের ওপর নজর দিয়েছে। এখন চিনকে কড়া জবাব দেওয়ার প্রয়োজন রয়েছে। কয়েক মাস আগে এমনই ঘটনা ঘটেছিল। যদিও কিছুদিন পর অপহৃতকে মুক্তি দেওয়া হয়েছিল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement