এক্সপ্লোর
Advertisement
চার দশকে ১০ হাজার কোটি টাকার সাম্রাজ্য গড়ে তুলেছিলেন আসারাম
আহমেদাবাদ: শুরুটা হয়েছিল গুজরাতের সবরমতী নদীর তীরে ছোট্ট একটা কুটির থেকে। সময়টা ৭০-এর দশক। তারপর সবরমতী দিয়ে অনেক জল গড়িয়ে গেছে। স্বঘোষিত ধর্মগুরু আসারামের প্রতিপত্তিও এগিয়েছে নদীর স্রোতের মতোই গতিতে। পরের চার দশকে গড়ে উঠেছিল সারা দেশদুড়ে ৪০০ টির বেশি আশ্রম। সম্পদের মাপকাঠিতে শিল্পপতিদেরও টেক্কা দিতে পারেন আসারাম। তাঁর সম্পদের পরিমাণ চোখ কপালে তোলার মতো। প্রায় ১০ হাজার কোটি টাকার একটা সাম্রাজ্য গড়ে তুলেছিলেন আসারাম। ভক্ত সংখ্যা কয়েক হাজার। নাবালিকা ধর্ষণ মামলায় জোধপুর আদালতের রায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর ধর্মপ্রচারকের মুখোশ খুলে আসল চেহারা বেরিয়ে পড়ল এই স্বঘোষিত ধর্মগুরুর।
সবকিছুই ঠিকঠাক চলছিল। কিন্তু ধর্ষণের অভিযোগ আসার পর আসন টলে গেল আসারামের। ২০১৩-তে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওযার পর মোতেরা এলাকার আশ্রম থেকে বাজেয়াপ্ত নথিপত্র খুঁটিয়ে পড়ে তাজ্জব হয়ে যান পুলিশের তদন্তকারী আধিকারিকরা। আসারামের সম্পদের পরিমাণ প্রায় ১০ হাজার কোটি টাকা। এর বাইরে রয়েছে রয়েছে বিপুল পরিমাণ জমিজমা।
ধর্ষণের মামলায় গ্রেফতারের পরও কিছু ভক্ত রয়েই গিয়েছে তাঁর। কিন্তু তারপর থেকে জমি জবরদখল ও আশ্রমে তুকতাকের মতো অভিযোগ উঠে এসেছে আসারামের বিরুদ্ধে।
তাঁর অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে দেশভাগের আগে অধুনা পাকিস্তানের সিন্ধু প্রদেশের বেরানি গ্রামে আসারামের জন্ম। নাম ছিল আসুমল সিরুমালানি। ১৯৪৭-এ দেশভাগের পর বাবা-মার সঙ্গে আহমেদাবাদে চলে আসেন তিনি। মণিনগরের স্কুলে যখন চতুর্থ শ্রেণীতে পড়তেন তখন তাঁর বাবা মারা যায়। ফলে ১০ বছর বয়সে স্কুল ছাড়তে হয় তাঁকে। তরুণ বয়সে বিভিন্ন ধরনের কাজ করেন। তারপর 'আধ্মাত্যিকতার সন্ধানে হিমালয় যাত্রা' করেন বলে ওয়েবসাইটের তথ্যচিত্রে দাবি করা হয়েছে। সেখানে লীলাশাহ বাপু নামে 'গুরু'র সন্ধান পান আসারাম। ওই গুরুই তাঁর আসারাম নামকরণ করেন। গুরু তাঁকে 'নিজের পথ বেছে নিতে এবং মানুষকে পথ দেখানো'র নির্দেশ দেন বলে দাবি ওই তথ্যচিত্রে। ৭০-এর দশকের গোড়ায় আহমেদাবাদে এসে মোতেরা এলাকায় সবরমতীর ধারে 'তপস্যা' শুরু করেন আসারাম। ওই নদীর ধারেই 'মোক্ষ কুটির' নামে আশ্রম তৈরি করেন তিনি। কয়েক বছরের মধ্যেই সন্ত হিসেবে তাঁর খ্যাতি ছড়িয়ে পড়তে শুরু করে। চার দশকের মধ্যে সারা দেশে ও বিদেশে তাঁর ৪০০ আশ্রম গড়ে ওঠে।
আসারাম লক্ষ্মীদেবীকে বিয়ে করেন। তাঁর এক পুত্র ও কন্যাসন্তান রয়েছে।ছেলে নারায়ণ সাঁইও এখন জেলেই রয়েছেন। মেয়ের নাম ভারতী দেবী।
২০০৮-এ প্রথম সমস্যার সম্মুখীন হন আসারাম। দীপেশ ও অভিষেক বাঘেলা নামে দুই ভাইয়ের মোতেরায় আসারামের গুরুকুল আশ্রম সংলগ্ন নদীর তীরে পাওয়া যায়। তারা ওই আশ্রমেই থাকত। ২০০৯-এ সিআইডি আশ্রমের নয়জন ভক্তর বিরুদ্ধে মামলা দায়ের করে। নিহত দুই ভাইয়ের অভিভাবকরা দাবি করেন যে, আসারামের আশ্রমে তুকতাক করা হত। এই তুকতাক করতে গিয়েই দুজনকে মেরে ফেলা হয়েছে।
তবে আসারামের প্রকৃত পতন শুরু হয় রাজস্থানে নাবালিকাকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার হওয়ার পর। এরপর সুরাতের দুই বোন আসারাম ও তাঁর ছেলের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ আনে। ২০১৩-র অক্টোবর সুরাত পুলিশ আসারাম ও নারায়ণ সাঁইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করে। সেই মামলা এখনও চলছে গাঁধীনগর আদালতে।
সুরাত ও আহমেদাবাদে আশ্রম তৈরির জন্য জমি দখলেরও অভিযোগ উঠেছে আসারামের বিরুদ্ধে।
ধর্ষণের মামলায় সাক্ষীদের হুমকি ও নিগ্রহর জন্য আসারামের বেশ কয়েকজন ভক্তও গ্রেফতার হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement