ভারতীয় ক্রিকেটারদের হত্যার হুমকি দিয়ে ইমেল, গ্রেফতার অসমের যুবক
তদন্তে পুলিশ ওই কম্পিউটারের আইপি অ্যাড্রেস জোগাড় করে, যেখান থেকে ওই ই-মেল করা হয়েছিল।

মুম্বই: ভারতীয় ক্রিকেটারদের হত্যার হুমকি দেওয়ায় এক ব্যক্তিকে গ্রেফতার করল মুম্বই পুলিশের সন্ত্রাসদমন শাখা(এটিএস)। সংবাদসংস্থা সূত্রে খবর, ব্রজমোহন দাস নামে বছর উনিশের ওই যুবক অসমের মোরিগাঁও জেলার শান্তিপুরের বাসিন্দা। মঙ্গলবার, অসম পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করে এটিএস টিম। অভিযোগ, গত ১৬ অগাস্ট ওই যুবক ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) দফতরে ই-মেল পাঠিয়ে ক্রিকেটারদের হত্যার হুমকি দেয়। চিঠি পেয়েই পুলিশের দ্বারস্থ হয় বোর্ড। তদন্ত শুরু করে মুম্বই পুলিশের এটিএস। ভারতীয় দণ্ডবিধি ৫০৬ (অপরাধমূলক ষড়যন্ত্র) আওতায় মামলা দাখিল হয়। তদন্তে পুলিশ ওই কম্পিউটারের আইপি অ্যাড্রেস জোগাড় করে, যেখান থেকে ওই ই-মেল করা হয়েছিল। সেই সূত্র ধরেই ব্রজমোহনের হদিস পায় পুলিশ। তাকে গ্রেফতার করা হয়। বুধবার, অসম আদালতে তাকে তুলে ট্রানজিট রিমান্ড নিয়ে যুবককে মুম্বইতে নিয়ে আসা হয়। পুলিশি তদন্তে উঠে এসেছে যে, অন্যান্য দেশের ক্রিকেট বোর্ডেও একইভাবে হুমকি-ইমেল পাঠিয়েছে ব্রজমোহন। বৃহস্পতিবার, অভিযুক্ত যুবককে সোমবার পর্যন্ত এটিএস হেফাজতে পাঠিয়েছে মুম্বইয়ের একটি আদালত।






















