এক্সপ্লোর
Advertisement
ভোপালে এবার ডাক্তারদের পাশাপাশি রুগি দেখবেন জ্যোতিষীরাও
ভোপাল: শুধু ডাক্তারে হচ্ছে না। দাওয়াইয়ের পাশাপাশি দুয়ার জন্য এবার মোক্ষম ব্যবস্থা করেছে মধ্যপ্রদেশ সরকার। হাসপাতালের আউট পেশেন্ট ডিপার্টমেন্টে তারা জ্যোতিষীদের বসার ব্যবস্থা করছে। অর্থাৎ হাসপাতালে গিয়ে প্রথমে ডাক্তার দেখান। তারপর সিধে জ্যোতিষ বিভাগে গিয়ে জেনে আসুন, রোগটা সত্যিই সারবে কিনা। দুরারোগ্য হলে কী বা হবে আর ওষুধ কিনে!
ভোপালের মহর্ষি পতঞ্জলি সংস্কৃত সংস্থান বা এমপিএসএস নামে সরকারি হাসপাতালে এই ব্যবস্থা করা হচ্ছে। শুধু জ্যোতিষী নন, সঙ্গে থাকবেন ভবিষ্যদ্বক্তারাও। সপ্তাহে দুবার ঘণ্টা তিন-চার জ্যোতিষী, বাস্তু বিশারদ, গণক ও বৈদিক কর্মকাণ্ড বিশারদরা হাসপাতালে বসে রোগী সহ অন্যান্যদের ভবিষ্যৎ বাতলানোয় ব্রতী হবেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এই বিভাগের নাম তারা রাখছে অ্যাস্ট্রো-ওপিডি, এর সঙ্গে হাসপাতালের চিকিৎসা সম্বন্ধিত কোনও কিছুর কোনও যোগাযোগ নেই।
ওপিডিতে যেমন জুনিয়র ডাক্তাররা সিনিয়রদের ছত্রছায়ায় কাজ করেন, অ্যাস্ট্রো-ওপিডিতেও তেমন নব্য জ্যোতিষীরা অভিজ্ঞদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করবেন, একইসঙ্গে শিখবেন। সপ্তাহকয়েক আগে এই হাসপাতালেই শুরু হয়েছে জ্যোতিষ, বাস্তু ও পৌরোহিত্যের ওপর তিনটি বার্ষিক ডিপ্লোমা কোর্স। সেখানে যাঁরা ফ্যাকাল্টি সদস্য, তাঁরাই ওপিডিতে বিশেষজ্ঞ জ্যোতিষী ও ভবিষ্যদ্বক্তার চেয়ারে বসবেন।
খরচও নেহাত কম, মাত্র ৫ টাকায় নাম রেজিস্ট্রি করালেই অসুখবিসুখই হোক বা সামাজিক পরিস্থিতি- নানা সমস্যায় জ্যোতিষীর পরামর্শ চলে আসবে হাতের মুঠোয়।
যদি এই প্রচেষ্টা ফলপ্রসূ হয়, তাহলে গোটা রাজ্যে এমপিএসএস পরিচালিত আরও ১৩৮টি সংস্কৃত স্কুলে এমনই আইট পেশেন্ট ডিপার্টমেন্ট খুলবে শিবরাজ সিংহ চৌহানের রাজ্য।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement