এক্সপ্লোর
Advertisement
পাঁচতারা হোটেল, বাড়তি সুবিধা এড়িয়ে চলুন, নিজের মন্ত্রিসভার মন্ত্রীদের কড়া নির্দেশ মোদীর
নয়াদিল্লি: নিজের মন্ত্রিসভার মন্ত্রীদের উদ্দেশ্যে কড়া বার্তা মোদাীর। পাঁচতারা হোটেলে থাকার অভ্যাস এড়িয়ে চলুন। এমনকি নিজের মন্ত্রকের সঙ্গে যুক্ত কোনও সরকারি সাহায্যপ্রাপ্ত সংস্থা থেকে বাড়তি সুবিধা যেমন গাড়ি পর্যন্ত না নেওয়ার মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
বুধবার মন্ত্রিসভার এক বৈঠকের পর মন্ত্রীদের কিছুক্ষণ অপেক্ষা করে যাওয়ার নির্দেশ দেন মোদী। তারপর মন্ত্রীদের জন্যে নয়া এই গাইডলাইন জারি করেন তিনি। ওই নির্দেশনামা ঘোষণার পর প্রধানমন্ত্রী একথাও জানিয়ে দেন, তিনি তাঁর মন্ত্রিসভার সাম্প্রতিক কিছু মন্ত্রীর আচরণে ক্ষুব্ধ। মোদীর কথায়, বেশ কয়েকজন মন্ত্রীর অভ্যাস হয়ে গেছে বিনা কারণে পাঁচতারা হোটেলে গিয়ে ওঠা, বাড়তি সুবিধা নেওয়া। অথচ যেকোনও সরকারি কাজে মন্ত্রীরা কোথাও গেলে, তাঁদের জন্যে সরকারি ব্যবস্থা থাকে। মোদীর নির্দেশ এখন থেকে সরকারি কোনও কাজে কোথাও গেলে, মন্ত্রীরা যেন সরকারি ব্যবস্থাপনাতেই থাকেন।
মোদী একথাও দাবি করেন, তাঁর কাছে খবর রয়েছে, মন্ত্রীরা তাঁদের মন্ত্রকের সঙ্গে যুক্ত সরকারি সাহায্যপ্রাপ্ত সংস্থা থেকে গাড়ি পর্যন্ত নিচ্ছেন এবং ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করছেন। কিন্তু এধরনের অপব্যবহার তিনি মোটেই মেনে নেবেন না, মন্ত্রী ও তাঁদের পরিবারের সদস্যদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর।
প্রসঙ্গত, বিশেষজ্ঞমহল সূত্রে খবর আগামী দুবছরের মধ্যে দেশে লোকসভা নির্বাচন রয়েছে। তার আগে নিজের সরকারের দুর্নীতিমুক্ত ভাবমূর্তি তৈরি করতে তিনি বদ্ধপরিকর। সেইজন্যেই বিভিন্ন কঠিন পদক্ষেপ গ্রহণ করছেন মোদী।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ক্রিকেট
Advertisement