এক্সপ্লোর
কথা না রেখেই চলে গেলে দিদি! প্রয়াত সুষমাকে শ্রদ্ধা জানিয়ে ট্যুইট শোকাহত স্মৃতির
ব্যক্তিগত শোক প্রকাশের পাশাপাশি সুষমাকে মহিলা কর্মীদের অনুপ্রেরণা বলেও উল্লেখ করেছেন কেন্দ্রীয় বয়ন ও মহিলা-শিশুকল্যাণমন্ত্রী। ট্যুইটে প্রাক্তন মন্ত্রিসভার সহকর্মী সম্পর্কে স্মৃতি লিখেছেন, বহু মহিলা রাজনৈতিক কর্মীর পথপ্রদর্শক দিদির আকস্মিক চলে যাওয়া আমাদের সবাইকে শোকস্তব্ধ করেছে।
নয়াদিল্লি: প্রয়াত প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের আকস্মিক মৃত্যুতে মূহ্যমান দেশ। দলমতের ঊর্ধ্বে উঠে রাজনৈতিক নেতারা, নানা ক্ষেত্রের মানুষজন তাঁকে শ্রদ্ধা জানাচ্ছেন। তাঁদের মধ্যে সুষমার প্রয়াণে শোকাহত কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির আবেগমাখা ট্যুইট যে কোনও মরমী মনকে কাঁদিয়ে দিতে পারে। স্মৃতি ‘কথা না রেখেই’ সুষমার চলে যাওয়ার উল্লেখ করে আক্ষেপ জানিয়েছেন। তিনি সুষমার কন্যা বাঁশরীর কথাও বলেছেন ট্যুইটে। লিখেছেন, দিদি, তোমার সঙ্গে হিসাব বোঝাপড়া করার আছে। তুমি বাঁশরীকে রেস্তরাঁ বাছতে বলেছিলে সেলিব্রেট করতে আমায় লাঞ্চ খাওয়াতে নিয়ে যাবে বলে। কিন্তু আমাদের দুজনকে দেওয়া প্রতিশ্রুতি পালন না করেই চলে গেলে!
I have an axe to grind with you Didi . You made Bansuri pick a restaurant to take me for a celebratory lunch. You left without fulfilling your promise to the two of us.
— Smriti Z Irani (@smritiirani) August 6, 2019
ব্যক্তিগত শোক প্রকাশের পাশাপাশি সুষমাকে মহিলা কর্মীদের অনুপ্রেরণা বলেও উল্লেখ করেছেন কেন্দ্রীয় বয়ন ও মহিলা-শিশুকল্যাণমন্ত্রী। ট্যুইটে প্রাক্তন মন্ত্রিসভার সহকর্মী সম্পর্কে স্মৃতি লিখেছেন, বহু মহিলা রাজনৈতিক কর্মীর পথপ্রদর্শক দিদির আকস্মিক চলে যাওয়া আমাদের সবাইকে শোকস্তব্ধ করেছে। আজ তার শোকাতপ্ত পরিবারকে সমবেদনা জানাই। একজন কর্মী হিসাবে মহিলাদের উত্থানে নিজেদের নিয়োজিত করতে পারলেই দিদিকে আসল শ্রদ্ধা জানানো হবে। असंख्य महिला कार्यकर्ताओं की प्रेरणा दीदी का आकस्मिक निधन हम सबको स्तब्ध कर गया । आज उनके शोकाकुल परिवार के प्रति सहानुभूति व्यक्त करती हूँ ।एक कार्यकर्ता के नाते महिला उत्थान के प्रति अगर हम अपना जीवन समर्पित करे तो वो दीदी के प्रति सच्ची श्रधांजलि होगी । pic.twitter.com/J7aJTCQtpm
— Smriti Z Irani (@smritiirani) August 7, 2019
আজ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ তাবড় শাসক, বিরোধী নেতানেত্রীরা প্রয়াত নেত্রীর বাসভবনে গিয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানান। আজই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















