এক্সপ্লোর
Advertisement
স্রেফ 'জমি বিতর্ক' হিসাবে দেখা হবে, জানাল সুপ্রিম কোর্টের বেঞ্চ, অযোধ্যা মামলার শুনানি ১৪ মার্চ পর্যন্ত স্থগিত
নয়াদিল্লি: রামজন্মভূমি-বাবরি মসজিদ মামলার শুনানি ১৪ মার্চ পর্যন্ত স্থগিত ঘোষণা সুপ্রিম কোর্টের। দেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে পারে এই মামলার। প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি অশোক ভান ও বিচারপতি এস আবদুল নাজিরকে নিয়ে গঠিত সর্বোচ্চ আদালতের বেঞ্চ আজ শুনানি স্থগিত করে দিল মামলার সব নথির ইংরেজি অনুবাদ জমা দেওয়ার কাজ সম্পূর্ণ না হওয়ায়। ২.৭৭ একর জমির মালিকানা কার, সেই মামলার ফয়সালা করার ব্যাপারে আজ এক গুরুত্বপূর্ণ অভিমত অবশ্য জানিয়েছে বেঞ্চ। তারা পরিষ্কার বলে দিয়েছে, মামলাটিকে স্রেফ একটি জমি বিতর্ক হিসাবে দেখা হবে। অর্থাত্ এই মামলার সঙ্গে জড়িয়ে থাকা বহু বছরের পুরানো ইতিহাসের আদালত কাছে তেমন তাত্পর্য্য, গুরুত্ব নেই। ধর্ম বা রাজনীতির ভিত্তিতে সওয়াল শোনা হবে না বলেও জানিয়েছে বেঞ্চ।
এদিন বেঞ্চ এও জানায়, তারা কখনও বলেনি, এই মামলার দৈনিক ভিত্তিতে শুনানি হবে। বেঞ্চ নির্দেশ দেয়, মামলায় বিভিন্ন পৌরানিক পুঁথির যেসব অংশের সাহায্য নেওয়া হয়েছে, সেইসব অংশের ইংরেজি অনুবাদ করে আজ থেকে দু সপ্তাহের মধ্যে পেশ করতে হবে। হাইকোর্টের নথির অংশ হিসাবে যেসব ভিডিও ক্যাসেট ব্যবহার করা হয়েছে, তার প্রতিলিপিও সব পক্ষকে প্রকৃত দামে দিতে রেজিস্ট্রিকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
২০১০ সালে এলাহাবাদ হাইকোর্ট ২-১ সংখ্যাগরিষ্ঠ রায়ের ভিত্তিতে অযোধ্যার বিতর্কিত জমিটি নির্মোহী আখাড়া, রামলালা ও সুন্নি ওয়াকফ বোর্ড, এই তিন পক্ষের মধ্যে বন্টন করে ২০১০ সালে যে রায় দিয়েছিল, তাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একাধিক পিটিশন জমা পড়েছে। বিশেষ বেঞ্চ মোট ১৪টি আবেদন বিবেচনা করে দেখবে।
এর মধ্যেই অযোধ্যা সদ্ভাবনা সমন্বয় মহা সমিতির সভাপতি অমরনাথ মিশ্র অল ইন্ডিয়া মুসলিম পার্সনাল ল বোর্ডকে চিঠি লিখে প্রস্তাব দিয়েছেন, বিতর্কিত জমিটি হিন্দুদের তারা দিয়ে দিক, বিনিময়ে নির্মোহী আখাড়া বিকল্প জমির ব্যবস্থা করে দেবে, যেখানে একটি মসজিদ গড়ে উঠতে পারে। গত কয়েক মাস ধরে অযোধ্যা বিতর্কে সমাধানসূত্র খুঁজে বের করার প্রক্রিয়া চালাচ্ছেন যে শ্রী শ্রী রবিশঙ্কর, তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত মিশ্র।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement