এক্সপ্লোর
অযোধ্যা বিতর্কের নিষ্পত্তির লক্ষ্যে খসড়া প্রস্তাব ৬ ডিসেম্বরের মধ্যে, দাবি শিয়া বোর্ডের

লখনউ: ৬ ডিসেম্বরের মধ্যেই অযোধ্যা বিতর্কের শান্তিপূর্ণ সমাধানের জন্য একটি খসড়া প্রস্তাব তৈরি করা হবে জানাল উত্তরপ্রদেশ শিয়া ওয়াকফ বোর্ড। উল্লেখ্য, ১৯৯২-র ৬ ডিসেম্বর গুঁড়িয়ে দেওয়া হয়েছিল বাবরি মসজিদ।
শিয়া ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ওয়াসিম রিজভি এর আগেই এই বিতর্কে নিজের অবস্থান ঘোষণা করেছেন। তিনি বলেছেন, বিতর্কিত জমিতে শুধুমাত্র রামমন্দিরই নির্মাণ হওয়া উচিত। রিজভি জানিয়েছেন, চলতি মাসেই অযোধ্যায় গিয়ে তিনি সন্ত ও মহন্তদের সঙ্গে দেখা করবেন।
রিজভি বলেছেন, সন্ত ও মহন্ত ও এই মামলায় পিটিশনকারীদের অনেকেরই সঙ্গে তিনি খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন। আগামী ৬ ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে পারস্পরিক সমঝোতার জন্য ওই খসড়া তৈরি হয়ে যাবে বলেও আশাপ্রকাশ করেছেন তিনি।
রিজভি গতমাসে আর্ট অফ লিভিং প্রতিষ্ঠাতা শ্রী শ্রী রবিশঙ্করের সঙ্গেও বেঙ্গালুরুতে গিয়ে দেখা করে অযোধ্যা ইস্যুতে বোর্ডের অবস্থান তুলে ধরেন। বিতর্কিত জমিতে কোনও মসজিদ গড়ে উঠুক, এমনটা চায় না বোর্ড। তাদের বক্তব্য, ওই জমিতে শুধু রামমন্দির তৈরি হোক। মসজিদ কোনও মুসলিম অধ্যুষিত এলাকায় তৈরির কথা বলেছে বোর্ড।
২০১০-এর রায়ে এলাহাবাদ হাইকোর্ট বিতর্কিত ২.৭৭ একর এলাকাকে সুন্নি ওয়াকফ বোর্ড, নির্মোহী আখড়া ও রামলালার মধ্যে তিন ভাগ করার রায় দেয়। এভাবে বিতর্কিত জমিতে ভাগ করাকে বাস্তব সম্মত নয় বলে মন্তব্য করেছে শিয়া ওয়াকফ বোর্ড।
খসড়া প্রস্তাবের বিষয়বস্তু সম্পর্কে অবশ্য কিছু জানাননি রিজভি। তিনি বলেছেন, খসড়া নিয়ে আলোচনার জন্য তিনি বোর্ডের বৈঠক ডাকবেন এবং সদস্যদের সম্মতি নেবেন।
উল্লেখ্য, অযোধ্যা মামলায় নিজেদের একটি পক্ষ বলে দাবি করে বোর্ড চলতি বছরের ৮ আগস্ট সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়েছে। তাদের দাবি, অযোধ্যার মসজিদ তাদের। ওই মসজিদ ছিল শিয়া মসজিদ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
ক্রিকেট























