জুলাই শেষে অবসর নেবেন প্রেমজি, সংস্থার দায়িত্ব নেবেন পুত্র ঋষাদ
উইপ্রোর একজিকিউটিভ চেয়ারম্যানের পদ থেকে আগামী ৩০ জুলাই অবসর নিতে চলেছেন আজিম প্রেমজি। সেই জায়গায় স্থলাভিষিক্ত হচ্ছেন তাঁর পুত্র ঋষাদ প্রেমজি

নয়াদিল্লি: উইপ্রোর একজিকিউটিভ চেয়ারম্যানের পদ থেকে আগামী ৩০ জুলাই অবসর নিতে চলেছেন আজিম প্রেমজি। সেই জায়গায় স্থলাভিষিক্ত হচ্ছেন তাঁর পুত্র ঋষাদ প্রেমজি, যিনি বর্তমানে উইপ্রোর প্রধান স্ট্র্যাটেজি অফিসার ও বোর্ড সদস্য হিসেবে নিযুক্ত। তবে, অবসরের পরও সংস্থার নন-একজিকিউটিভ ডিরেক্টর এবং প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান হিসেবে তিনি যুক্ত থাকবেন বলে জানা গিয়েছে। সংস্থার তরফে এদিন জানানো হয়েছে, ভারতীয় তথ্যপ্রযুক্তি শিল্পের অন্যতম পথিকৃৎ হিসেবে গণ্য করা হয় প্রেমজিকে। ৫৩ বছর ধরে তিনি উইপ্রোকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছেন। সংস্থার তরফে আরও জানানো হয়েছে, সংস্থার চিফ একজিকিউটিভ ও একজিকিউটিভ ডিরেক্টর আবিদালি নিমুচওয়ালা মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব নেবেন।






















