হার্ট অব এশিয়া সম্মেলনে যোগ দিতে এলেন সরতাজ আজিজ, সুষমার দ্রুত আরোগ্য চেয়ে পুষ্পস্তবক
অমৃতসর: ভারত-পাকিস্তান সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই আগামীকাল শুরু হতে চলা হার্ট অব এশিয়া সম্মেলনে যোগ দিতে শনিবার রাতে অমৃতসর এলেন সরতাজ আজিজ। আগামীকাল আসার কথা ছিল, কিন্তু আজই বিশেষ ফ্লাইটে এসে পৌঁছন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিদেশ সংক্রান্ত উপদেষ্টা। রাতেই তিনি নৈশভোজে সামিল হন, যেখানে সম্মেলনে যোগ দিতে আসা আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরফ ঘানি সহ প্রায় ৩০টি দেশের প্রতিনিধিরা ছিলেন। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সৌহার্দ্য বিনিময় করেন দুজনে।
যদিও সম্মেলনের ফাঁকে সরতাজের সঙ্গে ভারতের কেউ দ্বিপাক্ষিক আলোচনায় বসবেন কিনা, তা এখনও স্পষ্ট হয়নি। উল্লেখ করার বিষয় হল, সরতাজ বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের দ্রুত পূর্ণ আরোগ্য কামনা করে পুষ্পস্তবক পাঠিয়েছেন। রেনাল ফেলিওরের সমস্যায় চিকিত্সাধীন সুষমা এই সম্মেলনে থাকছেন না, সেখানে ভারতের নেতৃত্ব দেবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।
ইসলামাবাদে গত বছরের হার্ট অব এশিয়া সম্মেলনে বৈঠকে বসেছিল ভারত, পাকিস্তান। সেখানে দু দেশই সার্বিক দ্বিপাক্ষিক আলোচনা শুরু করতে রাজি হয়েছিল, যাতে সব বকেয়া ইস্যুতে কথা হবে। তবে জানুয়ারিতে পঠানকোট হামলার জেরে সেই আলোচনা শুরু করা যায়নি।
চলতি সপ্তাহের গোড়ায় নয়াদিল্লির পাক হাইকমিশার আবদুল বসিত জানান, ভারত রাজি থাকলে পাকিস্তানও নিঃশর্তে আলোচনা ফের শুরু করতে তৈরি। তবে ভারত জানিয়ে দিয়েছে, লাগাতার সীমান্ত সন্ত্রাসকে দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন স্বাভাবিক ব্যাপার বলে মেনে নেওয়া হবে না কখনও। সন্ত্রাসের আবহাওয়ায় আলোচনা হতে পারে না।