এক্সপ্লোর
Advertisement
কেন্দ্র অন্ধ্রকে যে অর্থ সাহায্য করেছে তার থেকে বেশি ব্যবসা করেছে বাহুবলী, অভিযোগ টিডিপির, প্রতিবাদে আজ বনধ চলছে অন্ধ্রে
নয়াদিল্লি: ব্লকবাস্টার ছবি বাহুবলী যে ব্যবসা করেছে, তা অন্ধ্রকে দেওয়া কেন্দ্রের অর্থ সাহায্যের চেয়ে ঢের বেশি। বললেন তেলেগু দেশম দলের লোকসভা সাংসদ জয়দেব গাল্লা। রাজ্যভাগের সময় প্রতিশ্রুত অর্থ এনডিএ সরকার এখনও দেয়নি অভিযোগে আজও টিডিপি সংসদে বিক্ষোভ দেখিয়েছে।
দেশ ও বিদেশের বাজারে ১,৭০০ কোটি টাকার মত ব্যবসা করেছে বাহুবলী ২। সেই প্রসঙ্গ তুলে জয়দেব গাল্লা বলেন, কেন্দ্র রাজ্যভাগের পর অন্ধ্রকে যে অর্থ সাহায্য করেছে, তার থেকে বাহুবলীর ব্যবসা বেশি। গত ৪ বছরে তারা কী করেছে তার খতিয়ানও তিনি চান। এভাবে চলতে থাকলে টিডিপি বিজেপির সঙ্গে জোটে থাকবে কিনা ভেবে দেখবে বলেও হুমকি দিয়েছেন তিনি।
টিডিপি সাংসদ বলেন, অন্ধ্র প্রদেশ ভেঙে তেলেঙ্গানা তৈরির সময় কেন্দ্র ১৯টি প্রতিশ্রুতি দিয়েছিল। সেগুলির মধ্যে ছিল রাজ্যকে বিশেষ তালিকাভুক্ত রাজ্যের মর্যাদা দিয়ে অর্থ সাহায্য করা হবে, নতুন রেলওয়ে জোন তৈরি হবে, অমরাবতীতে রাজধানী নির্মাণের জন্য আর্থিক বরাদ্দ হবে। কিন্তু একটি শপথও পূর্ণ হয়নি। অন্ধ্রের মানুষ বোকা নন, এভাবে প্রতিশ্রুতিভঙ্গের জন্য বিজেপিকে ক্ষমা করবেন না তাঁরা।
টিডিপির দাবি, যত তাড়াতাড়ি সম্ভব কেন্দ্রকে রাজ্যকে বিশেষ আর্থিক সাহায্য দিতে হবে ও অমরাবতী নির্মাণের জন্য প্রতি বছর দিতে হবে ১০,০০০ কোটি টাকা করে অর্থ।
পাশাপাশি এ বছর কেন্দ্রীয় বাজেটে অন্ধ্রের জন্য আর্থিক বরাদ্দ হয়নি দাবিতে আজ বনধ পালন করছে স্থানীয় বাম দলগুলি। ওয়াইএসআর কংগ্রেস, কংগ্রেস এমনকী ক্ষমতাসীন টিডিপি- সকলেই এই বনধকে সমর্থন করেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিজ্ঞান
জেলার
Advertisement