এক্সপ্লোর
উত্তর প্রদেশের বাগপত জেলায় খননে উঠে এল বহু প্রাচীন যুগের সামগ্রী

বাগপত: পশ্চিম উত্তর প্রদেশের বাগপত জেলায় এমন কিছু পাওয়া গেল যা দেখে বিস্মিত ইতিহাসবিদরাও। এখানে ইতিহাসের একটা অজানা অধ্যায় মাটির গভীরে লুকিয়ে রয়েছে বলেই মনে করা হচ্ছে। এই অজানা অধ্যায়ের খোঁজেই এখানে পুরাতত্ত্ব বিভাগ খননের কাজ শুরু করেছে। এই খননের সময়ই পুরাতত্ত্ব বিভাগের দল খুঁজে পেয়েছে রথ, উনুন এবং খেলনার মতো সামগ্রী এবং গণকবর। এই সা এখানকার বাসিন্দারা মনে করতেন এই জায়গার সঙ্গে মহাকাব্য মহাভারতের যুদ্ধের কোনও একটা সম্পর্ক রয়েছে। যদিও ইতিহাসবিদরা এমনটা বলছেন না। তবে তাঁরা বলছেন, এখান থেকে যে সামগ্রী পাওয়া গিয়েছে সেগুলি চার-পাঁচ হাজার বছরের পুরানো হতে পারে। সঠিক সময় নির্ধারণের জন্য কার্বন ডেটিং করানো হবে। ইতিহাসবিদদের প্রাথমিক অনুমান, এই সামগ্রীগুলি লৌহ যুগের আগেকার, অর্থাত তাম্র যুগের।
বাগপতের সানাউলি ও বরনামায় এএসআই-এর দল কাজ করছে। ১৯৫২-তে হস্তিনাপুরেও এমনই জিনিসপত্র মিলেছিল। এমন কতগুলি কবর দেখা গিয়েছিল যেখানে মৃত ব্যক্তির সঙ্গে পোষা পশুকেও সমাধিস্থ করা হয়েছিল। ২০০৪-০৫-এ এখান থেকে কিছুটা দূরে খননের কাজ হয়েছিল। তখনও বেশ কিছু প্রাচীন সামগ্রী পাওয়া গিয়েছিল। এবার খননে সোনা দিয়ে তৈরি সামগ্রীও পাওয়া গিয়েছে বলে খবর। এতে কৌতুহল আরও তীব্র হয়েছে। আগামী দিনে খননে আরও কিছু সামগ্রী পাওয়া যাবে বলে অনুমান। সানাউলির এক কৃষক চাষের কাজের সময় কিছু সামগ্রী দেখতে পান। এরপর তিনি এএসআইয়ের সঙ্গে যোগাযোগ করেন। খনন কাজের শুরুর সময় তেমন কিছুই পাওয়া যায়নি। কিন্তু এরপর এমন কিছু জিনিসপত্র মেলে যার পর খননের কাজ চালিয়ে যাওয়া হচ্ছে।
বাগপতের সানাউলি ও বরনামায় এএসআই-এর দল কাজ করছে। ১৯৫২-তে হস্তিনাপুরেও এমনই জিনিসপত্র মিলেছিল। এমন কতগুলি কবর দেখা গিয়েছিল যেখানে মৃত ব্যক্তির সঙ্গে পোষা পশুকেও সমাধিস্থ করা হয়েছিল। ২০০৪-০৫-এ এখান থেকে কিছুটা দূরে খননের কাজ হয়েছিল। তখনও বেশ কিছু প্রাচীন সামগ্রী পাওয়া গিয়েছিল। এবার খননে সোনা দিয়ে তৈরি সামগ্রীও পাওয়া গিয়েছে বলে খবর। এতে কৌতুহল আরও তীব্র হয়েছে। আগামী দিনে খননে আরও কিছু সামগ্রী পাওয়া যাবে বলে অনুমান। সানাউলির এক কৃষক চাষের কাজের সময় কিছু সামগ্রী দেখতে পান। এরপর তিনি এএসআইয়ের সঙ্গে যোগাযোগ করেন। খনন কাজের শুরুর সময় তেমন কিছুই পাওয়া যায়নি। কিন্তু এরপর এমন কিছু জিনিসপত্র মেলে যার পর খননের কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















