এক্সপ্লোর
Advertisement
মুক্তিযুদ্ধে শহিদ ১,৬৬৮ ভারতীয় সেনাকে সম্মান জানাবে বাংলাদেশ
ঢাকা: বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহিদ হওয়া ১,৬৬৮জন ভারতীয় সেনাকে সম্মানিত করবে বাংলাদেশ সরকার। তাঁদের পরিবারবর্গকে ৫ লাখ টাকা করে সাম্মানিক দেওয়া হবে। মুক্তিযুদ্ধ সংক্রান্ত মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক এ কথা জানিয়েছেন। ১৮ থেকে ২০ ডিসেম্বর দিল্লি সফর করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনিই ওই সাম্মানিক শহিদ সেনাদের পরিবারের সদস্যদের হাতে তুলে দেবেন।
একইসঙ্গে তাঁদের দেওয়া হবে বাংলাদেশের জনতার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো বাংলা, ইংরেজি ও হিন্দিতে লেখা একটি চিঠি এবং একটি স্মারক। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ওই শহিদদের অবদান নিয়ে একটি বইও প্রকাশিত হবে এই উপলক্ষ্যে।
বাংলাদেশের ব্রাহ্মণবেড়িয়া জেলায় একটি ওয়ার মেমোরিয়াল তৈরি করতে চলেছে শেখ হাসিনা সরকার। যে ভারতীয় সেনারা বাংলাদেশের স্বাধীনতার লড়াইয়ে প্রাণ বিসর্জন করেছিলেন, তাঁদের স্মৃতিতে তৈরি হবে এটি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বছর যখন ঢাকা সফরে আসেন, তখন যৌথ বিবৃতিতে এ ব্যাপারে উল্লেখ করা হয়।
বাংলাদেশ সেনার জনৈক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কাজি সাজ্জাদ আলি জাহির ভারতীয় সেনার সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ রেখেছেন। মুক্তিযুদ্ধে প্রাণ দেওয়া সেনাদের চিহ্নিত করেছেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
জেলার
Advertisement