Mamata Banerjee : সরকারি চাকরি না পেলে, চায়ের দোকান দিন, ভাল রোজগার, বেকার যুবকদের টিপস মুখ্যমন্ত্রীর
মুখ্যমন্ত্রী বলেন, 'সরকারি চাকরি না পেলে হতাশ হবেন না। একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও অনেক টাকা আয় হয়।

কলকাতা : নিয়োগ দুর্নীতি নিয়ে ২০২২ থেকে তোলপাড় রাজ্য। আইনি জটে আটকে বহু চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ। চাকরি পেয়েও নিয়োগদুর্নীতির জটে প্যানেল বাতিল হয়েছে। প্রশ্নের মুখে প্রায় ২৬ জনের আগামী। যদিও মুখ্যমন্ত্রী বরাবরই অভিযোগ করেছেন, রাজ্যের হাতে হাজার হাজার চাকরি আছে। শুধুমাত্র কিছু লোক মামলা করে কর্মসংস্থানে বাধ সাধছে। 'কয়েক হাজার শিক্ষক আমরা নেব, মামলা করে আটকে রেখেছে সিপিএম-কংগ্রেস-বিজেপি' - এমন কথা তাঁর মুখে শোনা গিয়েছে বহুবার। এবার সরকারি চাকরি না পেলে তার বিকল্প সাফল্যের পথ দেখালেন মুখ্যমন্ত্রী।
মঙ্গলবার তিনি বলেন, 'সরকারি চাকরি না পেলে হতাশ হবেন না। একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও অনেক টাকা আয় হয়। চাকরি থেকে চায়ের দোকানে বেশি টাকা আয় হয়'। যাঁরা সরকারি চাকরির জন্য তৈরি হচ্ছেন, কিন্তু পাচ্ছেন না, তাঁদের জন্য মুখ্যমন্ত্রীর সাজেশন, সরকারি চাকরি পেতে অনেক চৌকাঠ ডিঙোতে হয়। লিখিত পরীক্ষা, ইন্টারভিউ, তারপর পরীক্ষার ফল। কিন্তু চায়ের দোকান খুলতে এসবের ঝুট ঝামেলা নেই। বাণিজ্যে বসতে লক্ষ্মী। চায়ের দোকানে চা, বিস্কুট, ঘুঘনি বিক্রি করলে রোজগার বেশ ভালই। অনেক সময় চাকরির থেকেও ভালো রোজগার হয় চায়ের দোকানে। বলেন মুখ্যমন্ত্রী।
রাজ্যের কর্মসংস্থান নিয়ে বারবার বিরোধীদের কটাক্ষের শিকার হতে হয় সরকারকে। এ নিয়ে মালদা থেকে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। বললেন, ' অনেকে বলেন চাকরি হয় না। জানবেন কী করে! যিনি চাকরিতে যোগ দিচ্ছেন, তিনি জানেন। '
নিয়োগ দুর্নীতিতে আদালতে সুতোয় ঝুলছে রাজ্যের হাজার হাজার যোগ্য চাকরি প্রাপকের ভবিষ্যৎ। অন্য়দিকে রাস্তায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন হাজার হাজার চাকরিপ্রার্থী। বিরোধী থেকে আন্দোলনকারী সবার নিশানায় তৃণমূল। এই পরিস্থিতিতে সরকারি চাকরির জন্য যাঁরা অপেক্ষা করে করে আছেন, তাঁদের জন্য এই সমাধান দিলেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের চা-বিক্রির সলিউশন শুনে, তীব্র কটাক্ষ করেন অধীর চৌধুরী। তিনি বলেন, 'হ্যাঁ। দিল্লিতে এক চা-ওয়ালা বসে আছে। আর এখানে চা-ওয়ালি হবেন দিদি। ' প্রধানমন্ত্রী নিজেই দাবি করেছিলেন, চা বিক্রি করতেন তিনি। আর এবার বাংলার মুখ্যমন্ত্রী সরকারি চাকরির দিকে তাকিয়ে থাকা যুবক- যুবতীদের দিলেন, চা বিক্রি করার সলিউশন।
আরও পড়ুন :
সাংগঠনিক বৈঠকে নেই শুভেন্দু ! সুকান্তর মুখে বক্র-সুর? পাল্টা বিরোধী দলনেতার, কী হচ্ছে BJPর অন্দরে?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
