এক্সপ্লোর
সাম্প্রতিক বছরগুলিতে ব্যাঙ্কগুলির ভাবমূর্তি খাটো হয়েছে: পিএনবি কর্তা

মুম্বই: সাম্প্রতিক বছরগুলিতে ব্যাঙ্কগুলির ভাবমূর্তি খাটো হয়েছে। এমনই মন্তব্য করেছেন পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি)-র নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান সুনীল মেহতা। শুক্রবার মুম্বইতে অন্তর্বর্তী অর্থমন্ত্রী পিযূষ গয়ালের সঙ্গে বৈঠকের পর সংবাদসংস্থার কাছে এই মন্তব্য করেছেন মেহতা। তিনি বলেছেন, ওই ভাবমূর্তি আবার নতুন করে গড়ে তুলতে হবে এবং যা কিছু হয়েছে তা শুধরে নিতে হবে। মেহতা জোর দিয়ে বলেছেন, সমস্ত অংশীদারদের স্বার্থ সুরক্ষিত রাখার দায়িত্ব ব্যাঙ্কগুলির। তিনি বলেছেন, 'এটা খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব। সাম্প্রতিক অতীতে ব্যাঙ্কগুলি কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। তবে কঠিন পরিস্থিতির মোকাবিলা না করলে আমরা কীভাবেআমাদের আরও ভালো করে তুলব। সংকট থেকেই আমরা শিক্ষা নিয়েছি'।
দ্রুত অনুৎপাদক সম্পদের সমস্যার সমাধানে একটি নয়া ব্যবস্থাপনার বিষয়টি খতিয়ে দেখতে পিএনবি-র নন-এক্সিকিউটিভ চেয়ারম্যানের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি সম্পত্তি পুনর্গঠন সংস্থা (এআরসি) বা সম্পত্তি পরিচালনা সংস্থা (এএমসি) গঠন সংক্রান্ত সুপারিশ করবে। পশ্চিম ও দক্ষিণ ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির প্রধানদের সঙ্গে বৈঠকের পরে গয়াল এ কথা জানিয়েছেন।The image of banks has gone down in recent years. But, at the end of the day, we have to rebuild & fix whatever has happened: Sunil Mehta, non-executive chairman, Punjab National Bank. pic.twitter.com/nVa038kSNW
— ANI (@ANI) June 8, 2018
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















