এক্সপ্লোর
Advertisement
ব্যাঙ্কে আড়াই লাখের বেশি জমা পড়লেই জানাতে হবে আয়করকে
নয়াদিল্লি: পাঁচশ, হাজার টাকা নোট বদলানোর জন্য কেন্দ্রের দেওয়া সময়সীমা(অর্থাত ৩০ ডিসেম্বর)-র মধ্যে ব্যাঙ্কে আড়াই লাখের ওপর নগদ জমা পড়লেই জানাতে হবে আয়কর বিভাগকে। আগামী ৫০ দিনের মধ্যে নগদ বদলানোর সুবিধার মাধ্যমে কেউ যাতে কালো টাকা সাদা করতে না পারে, তাই এই নির্দেশিকা জারি।
আয়কর দফতর আগেই জানিয়েছিল, ব্যাঙ্কে জমা পড়া টাকার অঙ্কের ওপর নজর রাখছে তারা। এদিন সমস্ত ব্যাঙ্কের কাছে দফতরের স্পষ্ট নির্দেশ, আড়াই লক্ষ টাকার ওপর কোনও অ্যাকাউন্টে জমা পড়লেই তা যেন জানানো হয়। পাশাপাশি, দেশের ২৫টি শহরের ৬০০ টিরও বেশি দোকানের কাছে, গত কয়েকদিনে সোনা ও গয়না বিক্রির হিসেব চেয়েছে শুল্ক দফতর।
প্রসঙ্গত, এতদিন ব্যাঙ্কে বছরে ১০ লক্ষ টাকার বেশি নগদ জমা করতে হলে জানাতে হত আয়কর বিভাগকে। কিন্তু এই নির্দেশিকায় বলা হয়েছে, ৫০ দিনের মধ্যে আড়াই লক্ষ টাকার বেশি ব্যাঙ্কে জমা পড়লেই আয়কর বিভাগকে তা জানানো বাধ্যতামূলক।
শুল্ক দফতরের এক আধিকারিক জানিয়েছেন, কাউকে অযথা অসুবিধায় ফেলা তাঁদের উদ্দেশ্য নয়। যাঁরা বৈধ পথে টাকা রাখবেন তাঁদের চিন্তার কিছু নেই। কিন্তু কেউ যেন এই পদ্ধতিকে কাজে লাগিয়ে কালো টাকা ব্যাঙ্কে ঢোকাতে না পারে, তার জন্যই এই ব্যবস্থা।
এর সঙ্গে সোনার দোকানেও বেআইনি বিক্রি হচ্ছে কিনা তা দেখার জন্য দিল্লি, মুম্বই, কলকাতা, চেন্নাই, আমদাবাদ, বেঙ্গালুরু, হায়দরাবাদ, ভোপাল লখনউ সহ দেশের ২৫ টি শহরের ৬০০-র বেশি দোকানে হিসেব চেয়েছে শুল্ক দফতর। গত চারদিনের গয়না বিক্রির হিসেব দেখতে চেয়েছে ডিরেক্টরেট জেনারেল অফ সেন্ট্রাল এক্সাইজ ইন্টেলিজেন্স (ডিজিসিইআই)।
এক আধিকারিক জানিয়েছেন, গয়না কেনার ক্ষেত্রে প্যান নম্বর দেওয়া বাধ্যতামূলক। কেউ যদি লেনদেনের সময় প্যান নম্বর না নিয়ে থাকে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement