এক্সপ্লোর
Advertisement
ভোটের জন্য সব সময় প্রস্তুত থাকুন, গুজরাত, রাজস্থানের সাংসদদের পরামর্শ প্রধানমন্ত্রীর
নয়াদিল্লি: এ বছরের শেষে গুজরাত ভোট। সামনের বছরের শুরুতে ভোট রাজস্থানে। দুটোই বিজেপি শাসিত রাজ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দলীয় সাংসদদের পরামর্শ দিলেন, মানুষের সেবক হিসেবে তাঁদের আশাআকাঙ্খা পূর্ণ করার চেষ্টা করতে।
গুজরাত ও রাজস্থানের সাংসদদের গতকাল নিজের বাসভবনে প্রাতঃরাশে ডেকেছিলেন প্রধানমন্ত্রী। এছাড়াও ছিলেন গোয়া, দমন, দিউ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বিজেপি সাংসদরা। পরে এক সাংসদ জানান, প্রধানমন্ত্রী মানুষের আকাঙ্খাপূরণে তাঁদের ওভারটাইম কাজ করার নির্দেশ দিয়েছেন। সমাজকল্যাণে যে সব কেন্দ্রীয় প্রকল্প রয়েছে, সেগুলোর ব্যাপারে মানুষকে ওয়াকিবহাল করার নির্দেশ দিয়েছেন তিনি।
টাকা লেনদেনের জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের জন্যও সাংসদদের অনুরোধ করেছেন তিনি।
প্রাতঃরাশের টেবিলে সাংসদদের প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করেন, নিজের নিজের কেন্দ্রে কীভাবে সরকারি প্রকল্প বাস্তবায়িত করছেন তাঁরা। প্রথমদিকে তাঁরা শুধু ভাল ভাল কথা বলছিলেন, তখন প্রধানমন্ত্রী নিজেই বলেন, অসুবিধের কথাও বলতে। তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া শ্রেণি, দরিদ্র ও কৃষকদের জন্য কেন্দ্রীয় প্রকল্পগুলির বাস্তবায়নে পুরোপুরি চেষ্টা করতে হবে।
ইলেকশন মোডে চলে যাওয়ার জন্যও গুজরাত ও রাজস্থানের সাংসদদের নির্দেশ দিয়েছেন তিনি। ১৯ বছর ধরে বিজেপি গুজরাতে ক্ষমতায় রয়েছে। ১৮২টি আসনের মধ্যে ১২৩টি তাদের। এবার তারা ঘোষণা করেছে মিশন ১৫০। এ জন্য সবরকম প্রস্তুতি নেওয়ার জন্য রাজ্যের সাংসদদের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী ছাড়াও দলীয় সভাপতি অমিত শাহ, লালকৃষ্ণ আডবাণী ও সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার ছিলেন এই বৈঠকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement