এক্সপ্লোর
Advertisement
তাজ সফর করেই ভারত দর্শন শুরু করবেন বেলজিয়ামের রাজারানি
নয়াদিল্লি: উত্তরপ্রদেশ সরকারের পর্যটন বুকলেটে জায়গা পায়নি এই স্থাপত্য। কিন্ত বেলজিয়ামের রাজা ফিলিপ ও রানি মাটিল্ডে আগামীকাল ভারত সফর শুরু করছেন সেই তাজমহল দিয়েই।
ভারতে অবস্থিত বেলজিয়ামের রাষ্ট্রদূত জাঁ লুইক্স জানিয়েছেন, এই প্রথম সরকারিভাবে ভারত ভ্রমণে আসছেন তাঁদের রাজারানি। ২০১৩-য় সিংহাসনে বসেছেন ফিলিপ। তার আগে ২০১০-এ বেলজিয়ামের একটি শিল্পপতির দলকে নিয়ে তিনি এ দেশে আসেন।
এই সফরের ফলে দুদেশের সম্পর্ক উন্নত হবে, বাণিজ্যিক ক্ষেত্রে সহযোগিতা বাড়বে। একইসঙ্গে পালিত হবে ২ দেশের কূটনৈতিক সম্পর্কের ৭০ বছর।
বেলজিয়ান দূতাবাস জানিয়েছে, ১৯৭০-এ প্রথম সরকারিভাবে ভারত সফরে আসেন তৎকালীন রাজা বাউদুইঁ ও রানি ফ্যাবিওলা। এরপর ২০০৮-এ পূর্বতন রাজা দ্বিতীয় অ্যালবার্ট ও রানি পাওলা এ দেশে এসেছিলেন।
আগের দুই রাজারানিও তাঁদের সফরসূচিতে রেখেছিলেন তাজমহলকে।
আগামীকাল সন্ধেয় ভারতে আসবেন ফিলিপ ও মাটিল্ডে। তারপর তাজমহল দর্শনে আগ্রা যাবেন তাঁরা। সেখান থেকে আসবেন দিল্লি। ২ দিন রাজধানীতে থেকে যাবেন মুম্বই। সেখানেও থাকবেন ২ দিন। ১১ তারিখ সকালে বেলজিয়াম রওনা দেবেন তাঁরা।
দিল্লিতে রাজা ফিলিপ দেখা করবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement