এক্সপ্লোর
Advertisement
ভাগবত ক্ষমা চান, জাতীয় সুরক্ষার ভার ভারতীয় সেনার বদলে আরএসএসকে দিতে চান? বলুন মোদী, দাবি কংগ্রেসের
নয়াদিল্লি: মোহন ভাগবতের সেনাবাহিনীকে নিয়ে শোরগোল ফেলা মন্তব্যের পর তাঁকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে বলল কংগ্রেস। কংগ্রেস মুখপাত্র আনন্দ শর্মা বলেন, ভাগবতের মন্তব্য 'দুঃখজনক, উদ্বেগজনক'। যেসব দেশ নিজেদের সশস্ত্র বাহিনীর জায়গায় বেসরকারি মিলিশিয়া, সামরিক গোষ্ঠীকে লড়তে দিয়েছে, তাদের পরে এজন্য চরম মূল্য দিতে, হাত কামড়াতে হয়েছে। এ প্রসঙ্গে আফগানিস্তান, সিরিয়া, সোমালিয়া, কঙ্গোর দৃষ্টান্ত দিয়ে তিনি বলেন, ভারত ওদের মতো হতে পারে না।
শর্মা বলেন, যুদ্ধের মতো পরিস্থিতি দেখা দিলে আরএসএস তিনদিনেই নিজের বাহিনী তৈরি করে ফেলতে পারে, সেখানে সেনাবাহিনীর ৬-৭ মাস লেগে যায়, এই দাবি করে আরএসএস প্রধান সরাসরি ভারতের সশস্ত্র বাহিনীকে অপমান করেছেন। ভারতীয় সেনাবাহিনীর ক্ষমতা, সাহস নিয়েই তিনি প্রশ্ন তুলেছেন। এজন্য তাঁর দেশ ও সশস্ত্র বাহিনীর কাছে ক্ষমা চাওয়া উচিত। এ ধরনের মন্তব্য, ভাবনা আমাদের সশস্ত্র বাহিনীর মনোবল দুর্বল করে।
তেমন পরিস্থিতি তৈরি হলে এবং সংবিধানের সম্মতি মিললে ভারতীয় সেনাবাহিনীর যেখানে দেশকে তৈরি করতে ৬ থেকে ৭ মাসে লেগে যায়, সেখানে সঙ্ঘের স্বয়মসেবকদের তিনদিনেই প্রশিক্ষণ দিয়ে তৈরি করা সম্ভব, কারণ তারা নিয়মিত শৃঙ্খলা চর্চা করে, ভাগবতের এই মন্তব্যের জবাব দিয়ে শর্মা বলেন, দেশের প্রধানমন্ত্রী নিজের অবস্থান ব্যাখ্যা করে বলুন, তিনি কি জাতীয় নিরাপত্তার ভার ভারতীয় সেনাবাহিনীর পরিবর্তে আরএসএসের হাতে দেওয়ার কথা ভাবছেন। আমাদের আশা, এই ভুলটা সংশোধন করা হবে, কেননা এতে জাতীয় স্বার্থ রক্ষা হবে না, সারা দেশ এতে উদ্বিগ্ন, তাই বিষয়টিকে খুবই গুরুত্ব দিচ্ছি আমরা। এর চেয়ে বড় অপমান আর কিছুই নয়। আমরা গণতান্ত্রিক দেশ হিসাবে কোনও সংগঠন বা সংস্থাকে জাতীয় প্রতিরক্ষার ভার দেওয়ায় সায় দিতে পারি না। ভারতীয় সেনাবাহিনী যখন একটা ভয়াবহ সন্ত্রাসবাদী হামলা মোকাবিলায় ব্যস্ত, তখন এটা দুঃখজনক ও বিস্ময়কর যে, আরএসএস প্রধান এরকম একটা গভীর উদ্বেগজনক মন্তব্য করলেন। এটা সাংবিধানিক কাঠামোর প্রতি, ভারতীয় সেনাবাহিনী যে তেরঙ্গা পতাকাকে রক্ষা করে, তাকে অসম্মান।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
বিজ্ঞান
Advertisement