এক্সপ্লোর
Advertisement
বনশালী ‘পদ্মাবৎ’ দেখার আমন্ত্রণ জানিয়ে নাটক করছেন, দাবি করণী সেনার
জয়পুর: সঞ্জয় লীলা বনশালী ‘পদ্মাবৎ’ দেখতে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন, তবে এটা তাঁর বোকা বানানোর কৌশল বলে দাবি করল শ্রী রাজপুত করণী সেনা। এই কট্টরপন্থী সংগঠনের প্রধান লোকেন্দ্র সিংহ কালভি বলেছেন, ‘চলচ্চিত্র পরিচালক নাটক করছেন। কবে আমাদের ছবিটি দেখানো হবে, সেটা জানানো হয়নি। তাঁরা আমাদের আপত্তিকে বিপথগামী ক্ষোভ বলে দাবি করেছেন। এতেই তাঁদের মনোভাব ও উদ্দেশ্য স্পষ্ট হয়ে গিয়েছে।’
‘পদ্মাবৎ’-এর নির্মাতারা শ্রী রাজপুত করণী সেনা ও শ্রী রাজপুত সভা ভবনকে ছবিটি দেখার আমন্ত্রণ জানান। তবে এই দুই সংগঠনের নেতারাই সেই আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না। কালভি বলেছেন, ’২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা বনধ ডাকছি না। তার বদলে আমরা জনতা কারফিউয়ের ডাক দিচ্ছি। আমরা ছবিটি দেখার আমন্ত্রণে সাড়া দেব না বলে সিদ্ধান্ত নিয়েছি। সেই চিঠি পুড়িয়ে প্রতিবাদ জানাব।’
কালভি আরও বলেছেন, সেন্সর বোর্ডের পক্ষ থেকে যে ইতিহাসবিদদের ছবিটি দেখানো হয়েছিল, তাঁরাও মুক্তির বিপক্ষে মতপ্রকাশ করেন। সম্প্রতি প্রধানমন্ত্রী বারমেরে এসেছিলেন। তিনি বেশ কয়েকজন রাজপুত ব্যক্তিত্বের নাম উল্লেখ করেন। কিন্তু রানি পদ্মাবতীর নাম উল্লেখ করেননি।
বনশালীর ঘনিষ্ঠ সূত্রে অবশ্য বলা হয়েছে, রাজপুতদের সংগঠনকে চিঠি দেওয়া হয়েছিল। তবে ছবিটি দেখানো হবে বলে কোনও আভাস দেওয়া হয়নি। চিঠির বিষয়বস্তু ঠিক কী ছিল, সেটা অবশ্য বলা হয়নি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement