এক্সপ্লোর
Advertisement
গর্বিত, রামমন্দিরের জন্য জেলে যেতে, ফাঁসিতে ঝুলতে তৈরি, বললেন উমা
নয়াদিল্লি: বাবরি মসজিদ ধ্বংস মামলায় চক্রান্তের অভিযোগে সুপ্রিম কোর্ট বিচার চলবে বলে জানিয়ে দিয়েছে। তা সত্ত্বেও বিন্দুমাত্র বিচলিত নন, জানালেন উমা ভারতী। কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী তথা বিজেপি নেত্রী বলেছেন, অযোধ্যায় বিরাট এক রামমন্দির হবে, এটা আমার স্বপ্ন। ভারত ও রামমন্দিরের জন্য জেলে যেতে বা ফাঁসিতে ঝুলতে তৈরি আমি। আজ রাতেই অযোধ্যা যাচ্ছেন, রামলালার আশীর্বাদ নিতে সেখানকার অস্থায়ী মন্দিরেও যাবেন উমা।
১৯৯২ সালের বাবরি ধ্বংস মামলায় ষড়যন্ত্রের অভিযোগে সিবিআইয়ের লালকৃষ্ণ আডবাণী, মুরলিমনোহর যোশী ও উমার বিচারের আবেদনে আজ সম্মতি দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু উমার বক্তব্য, কোনও ষড়যন্ত্রের ব্যাপারই নয়। পুরোটাই ছিল প্রকাশ্যে। আমি গর্ব, বিশ্বাসের সঙ্গেই রামমন্দির আন্দোলনে সামিল হয়েছিলাম। তেরঙ্গার জন্য মুখ্যমন্ত্রী পদও ত্যাগ করেছিলাম। রামমন্দির তৈরি হবে, সুনিশ্চিত করতে যা যা করা প্রয়োজন, সব করব। কেউ রামমন্দির ঠেকাতে পারবে না। ১৯৯২-এর ৬ ডিসেম্বর বাবরি মসজিদ এলাকায় হাজির ছিলেন বলেও জানিয়েছেন উমা। কোনও অনুতাপ নেই, জানিয়ে দিয়েছেন তিনি।,
বাবরি ধ্বংস হওয়া নিয়ে তাঁর বিরুদ্ধে কংগ্রেসের আনা অভিযোগের জবাবে উমা বলেন. ১৯৮৪-র শিখবিরোধী দাঙ্গার সময় সনিয়া গাঁধী তো রাজীব গাঁধীর বাড়িতে ছিলেন। তার মানে কি সনিয়াজিও ওই দাঙ্গার ষড়যন্ত্রে যুক্ত ছিলেন?
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিজ্ঞান
জেলার
Advertisement