Hindu Monk Arrested: বাংলাদেশে হিন্দুদের উপর লাগাতার হামলা । কী বলছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল রিপোর্টে ? | ABP ANANDA LIVE
ABP Ananda LIVE: শুরুটা হয়েছিল শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে। তারপর গত একশো দিনে লাগাতার বাংলাদেশে সংখ্য়ালঘু হিন্দুদের টার্গেট করা হচ্ছে। একটি বাংলাদেশি সংগঠনের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যে রিপোর্ট সামনে রেখেছে, সেটা রীতিমতো চমকে দেওয়ার মতো।
আরও খবর....
হিন্দু সন্ন্যাসীর গ্রেফতারির প্রতিবাদে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের অফিসে দেখা করে বেরিয়ে আরও একবার সুর চড়ালেন শুভেন্দু অধিকারী। চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর মুক্তির দাবি জানান তিনি। এর পাশাপাশি এদিন একাধিক ইস্যুতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে তুলোধনা করেন বিরোধী দলনেতা। একটি ভিডিও দেখিয়ে তিনি দাবি করেন, সেটা বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের এক মন্ত্রীর। তাঁর বিস্ফোরক মন্তব্যের কথা শুনিয়ে শুভেন্দু পাল্টা সমালোচনায় সরব হন।
শুভেন্দু বলেন, "বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের এক প্রশাসক তিনি ক্যাবিনেটমন্ত্রীর পদমর্যাদার সমান। তিনি একজন জাতীয় মন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন। তিনি সরাসরি ভারতকে আক্রমণ করছেন। এই প্রশাসককে বলতে চাই, নুন আপনার আছে, আয়োডিনটা ভারতের। আমি এখান থেকে দাবি করছি, ভিসা একশো শতাংশ বন্ধ করুন। আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দফতরেও যাব। সম্পূর্ণভাবে ভিসা দেওয়া বন্ধ করুন। আমদানি-রফতানি পরামিট ইস্যু করা বন্ধ করুন। বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে। বলে দিলাম। চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি, হিন্দুদের ওপর আক্রমণ-মন্দির ভাঙা বন্ধ করুন। আর এই ধরনের নাবালকদের (মন্ত্রীর উল্লেখ করে) যাঁদের ওখানে তত্ত্বাবধায়ক সরকারে বসিয়েছেন, এই নাবালক যাঁরা মন্ত্রীর পদমর্যাদার তাঁদের এ ধরনের ভারত-বিরোধী কথা বলা বন্ধ করুন। আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি-লাহোরে যান। এখানে আসবেন না। পরিষ্কার বলে দিতে চাই আমরা।"