এক্সপ্লোর
Advertisement
সফরসঙ্গী হিসেবে ভারতীয়দের সবথেকে পছন্দ কারা জানেন? বিগ বি, দীপিকা
নয়াদিল্লি: লটবহর বেঁধে পকেট খসিয়ে বেড়াতেই যখন যাচ্ছি, তখন সঙ্গে ঘর কা মুর্গি ফ্যামিলিকে নেব কেন? সঙ্গে যদি নিতেই হয় তো নেব দীপিকা পাড়ুকোন, প্রিয়ঙ্কা চোপড়াকে। আর অবশ্যই অমিতাভ বচ্চন। বেশিরভাগ ভারতীয়র এটাই চরম ফ্যান্টাসি, বলছে এক সমীক্ষা।
তবে উল্টোদিকও আছে। বলিউডে সম্পূর্ণ দুই ভিন্ন মেরুর বাসিন্দা হলেও বিপাশা বসু আর বিদ্যা বালান এই সমীক্ষায় কিন্তু এক মঞ্চে। কেউই তাঁদের সঙ্গে ঘুরতে যেতে চাইছেন না।
অনলাইন হোটেল বুক করা একটি ওয়েবসাইট সমীক্ষাটি করেছে। ২৮টি দেশের ৮,৪০০জন প্রাপ্তবয়স্ককে নিয়ে। তাতেই ৩০০-র বেশি ভারতীয় ভ্রমণপিপাসু জানিয়েছেন, কাদের সঙ্গে পাহাড়ের ধারে সূর্যোদয় দেখার বা সমুদ্রে হাবুডুবু খাওয়ার স্বপ্ন দেখেন তাঁরা।
সমীক্ষায় প্রকাশ, ৫৩ শতাংশের ফেভারিট দীপিকা। ৪০ শতাংশের অল্প বেশি চান প্রিয়ঙ্কা চোপড়াকে। ৩ আর ৪ নম্বরে সানি লিওন ও জ্যাকলিন ফার্নান্ডেজ। তারপর আলিয়া ভট্ট।
এইতো গেল মেয়েদের তালিকা। পুরুষ সেলেবদের তালিকায় অমিতাভ বচ্চন অল টাইম ফেভারিট। ৩৩.৩ শতাংশ ভোট পেয়েছেন তিনি। ২ নম্বরে সচিন তেন্ডুলকর, পেয়েছেন ৩১.৭ শতাংশ ভোট। রণবীর কপূর ৩ নম্বরে ও বিরাট কোহলি ৪-এ। ৫-এ আবার বিদেশি, পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
৪৪ শতাংশ আবার সফরসঙ্গী হিসেবে মোটেই চান না রাখি সাবন্তকে। বিপাশা, বিদ্যাও বেশিরভাগেরই পছন্দ নন।
মোট ৪৩.৩ শতাংশ চান, তাঁর সেলেব সফরসঙ্গীর সঙ্গে কোনও নাইটক্লাবে সারা রাত হুল্লোড় করতে। তা দীপিকা, প্রিয়ঙ্কা, রণবীরদের সঙ্গে যদি নাচাই না গেল, তাহলে আর সফরের অর্থ কী!
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement